এই পোস্টটি যখন পড়ছেন তখন সামহোয়ারইন...ব্লগের সর্ব কনিষ্ট সদস্য হিসেবে আমি ৫২৫ হাজার ৬০০ মিনিট পূর্ণ করেফেলেছি! সময়টা তো খুব বেশি নয়রে বিলি; আপনি যদি এমন ভেবে থাকেন তবে আসেন বুক মেলাই। কারন আমি নিজেও যে এমনই ভাবছি!
সামুতে আমার ব্লগিং শুরুর পর পদ্মার জল অনেক দুর গরিয়েছে! পৃথিবীও তার অপসুর থেকে অনুসুরে আবার অনুসুর থেকে অপসুরে এসেছে! ৮ মিনিট ১৭ সেকেন্ডে দেশ কেঁপেছে। বিবাহের দেবী হেরার কৃপায় অনেক অবিবাহিত ব্যাচেলরের অকাল মৃত্যু ঘটেছে! অ্যাফ্রোদিতি মুখ তুলে চেয়েছেন বলে বাঙলার আনাচে কানাচের অনেক সখিনা, জরিনা তাদের স্বপ্নের তেনাকে পেয়েছেন! বৈবাহিক জীবনের ৫০ বছর পূর্তিতে অনেক বুড়োই গোপনে সুগন্ধী কিনে বাসায় গিয়েছেন!
দুটো ঈদও অবশ্য গেছে তবে সুখের কথা হলো এই যে, ঐ ঈদের পর বিরোধি দল হুমকি অনুযায়ি কোন আন্দোলনে যায়নি।এই সময়ে আমরা তিস্তার পানি না পেলেও অপুর চোখের জল পেয়েছি! এমনকি কাশেম বিন আবু বকরের খবরেও ফেসবুক ওয়াল ছেয়েছে ! আরো কত কিই......... না ঘটেছে।তবে আমি নিজে এই ৫২৫ হাজার ৬০০ মিনিট আগে হাদাই ছিলাম আর এখনো হাদাই রয়ে গেছি!(আফসোস)!
আমার ব্লগিং এর শুরুটা হয়েছিল হুট করে। আমার জীবনের অধিংকাশ ঘটনাই সাধারনত হুট করেই হয়ে থাকে! তবে সেই হুট করে ঘটে যাওয়া ব্যাপারটা এখন আমার জীবনের একটা অংশ হয়ে উঠেছে! আমি বলতে বাধ্য হচ্ছি যে, বিলি তুমি সামু সিনড্রমে আক্রান্ত!
প্রায় ব্লগারেরই ব্লগিং শুরুর দিকে সেফ হওয়া না হওয়া নিয়ে একটা বিস্তারিত কেচ্ছা থাকে! তবে আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আমার এরকম কোন কেচ্ছা নেই! আমাকে তিন দিন পরেই প্রথম পাতায় লেখার অনুমতি দিয়ে দেয়া হয়! এর জন্য আমি মডুদের উপঢৌকণ পাঠিয়েছি কিনা তা অবশ্যই জানতে চাইবেন না!
সামুতে আমার প্রথম পোষ্ট ছিল একটা কবিতা। নাম পতিতা! বিজন রয় ভাইযা ওখানে একটা মন্তব্য করেছিল । সম্ভবত দু’চার বার পঠিতও হয়েছিল! তবে প্রথম পোস্টের ঐ দৈন্যতা্ আমি মেনে নেইনি! বীরের মতো সে পোস্ট ডিলিট দিয়ে দিয়েছি! এর জন্য বিজন রয় ভাইয়ার কাছে সরি! ঐ পোস্টের বিশ দিন পরে দেওয়া সোনার খাঁচায় স্বাধীনতা এখন আমার প্রথম পোস্ট। আর সেখানে করা ভৃগুদার মন্তব্যটা এখন প্রথম মন্তব্য!
প্রথম দিকে ব্লগে আমি কেবল কবিতাই পোস্ট করতাম। তাই আমার ব্লগটাকে ছোট খাটো একটা কবিতার ব্লগও বলা যেত! কেবল কবিতা পোস্ট করার কারনে অনেকেই আমায় কবি বলে ডাকা শুরু করেন। কিন্তু আমি জানি আমার লেখাগুলো কবিতা নয়! হয়তো প্রায় কবিতা! আমি যে কবি হওয়ার যোগ্য নই সে ধারনাটা পরিষ্কার করতে কবিতা( পড়ুন প্রায় কবিতা) লেখা প্রায় বাদই দিয়েছিলাম( যদিও চুরি এর একটা রকারন)। তিতা মিঠা রম্য, অখাদ্য কুখাদ্য আরো কিছু বিষয় নিয়ে মাঝের কিছু সময় আপনাদের অনবরত বিরক্ত করেছিলাম! তবুও ওগুলোতে আপনারা কেন যে হুমরি খেয়ে পড়েছিলেন (বিশেষত রম্যসুন্দরী পাত্রী ও ভেজালের গল্প) আমি বুঝিনা!
নিজের অক্ষমতা সম্পর্কে আমি সম্যক অবগত! কারো ভালো লাগার মতো তেমন কোন গুনই আমার নেই। আমাকে তাই আমি গুড ফর নাথিং বলি! আমার মনে হয় প্রায় মানুষই আমার থেকে সৃজনশীল এবং মেধাবী। তাই আমার থেকে কেউ ভালো করলে আমার ঈর্ষা লাগে না তবে আফসোস লাগে! ইস আমিও যদি পারতাম!
ব্লগে আমি বেশ কিছু ব্লগারকে ফলো করি। তাদের মতো করে লিখবো বলে অথবা অনুপ্রাণিত হবো বলে নয়। ওনাদের প্রতি একটা ভালোবাসা বোধ জন্মেছে বলে! আর আমার মতো নগন্যকেও যে জনা কয়েক মানুষ ফলো করেন তারা কেন করেন আমি জানিনা! তবে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।
সামুতে আর কতদিন ব্লগিং করতে পারবো জানিনা! তবে নিজেকে প্রায়ই বলি আমি থাকতে এসছি! আর যে সকল মানুষরা আমার এই থাকতেই হবে ব্যাপারটা বলাতে ব্যাধ্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা না জানালেই নয়! অনেকেই পোষ্টে কারো নাম মেনশন করাটাকে তৈলাক্ত পোস্ট হিসেবে বিবেচনা করেন! তাই আমি তাদের নাম মেনশন না করে তাদের নিয়ে একটা ভিডিও বানিয়ে নিয়েছি! সবার নামই দেওয়ার চেষ্টা করেছি। তবে দু চারজনের নাম( যেমন জাহিদ হাসান, অ্যালেন সাইফুল,শাইয়্যানের টিউশন) বাদ পরে গেছে। আপনারা নিজ গুনে আমায় ক্ষমা করে দেবেন!
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:০৬