কবিতা: হাত
তুমি আমার কিসের প্রেমে পড়ো গো?
তোমার ওষ্ঠ!
যেখানে অস্ত যায় আমার সমস্ত শব্দেরা,
স্পর্শে তার পূর্ণতা পায় গৃহে ফেরার বাসনা
উত্তাপে যার দিনের ক্লান্তি গলে
বৃষ্টির রিমঝিমির মতো কানে বাজে তোমার হাসি।
তোমার চোখ!
যার গভীরতায় আমি প্রত্যহ
পথ ভুলে ফিরতে চাই পাপড়ির মোহে।
চুলের সুদীর্ঘ পথ!
যেখানে বেয়ে চলে নীল,
সরু হয়ে নেমে পড়ে আমার... বাকিটুকু পড়ুন
