প্রথমেই বলে রাখি ,আমি বিশ্বাস করি প্রত্যেক নাস্তিকই যথেষ্ট যৌক্তিক,চিন্তাশীল ও জ্ঞানী।আমি যদিও তাদের মতো অতো জ্ঞানী নই। তবুও ৫ মিনিটের জন্য ধরেনিচ্ছি আমিও একজন সাধারন নাস্তিক। তাই স্রষ্টা, পরকাল, স্বর্গ,নরক ইত্যাদি বিশ্বাসের প্রশ্ন এখন অবান্তর।
এবার,
১। ধরে নিলাম শূণ্য থেকে সব কিছু সৃষ্টি হয়েছে।প্রশ্ন হলো শূন্য কিভাবে এসেছে?
২। পৃথিবীর জীবনই যেহেতু একমাত্র জীবন তাই আমি কেন হব বিশ্বাসী,আস্থাভাজন,সত্যবাদী,দয়াশীল যেহেতু এর বিপরীত বিষয়গুলো স্বর্গময় পৃথিবীতে আমাকে লাভবান করছে?
৩।ধরা পড়ার সম্ভাবনা না থাকলে কেন করবো না চুরি ছিনতাই?
৪।আমি কোন প্রতিদানের আশায় আমার টাকা অপরকে দান করবো,কেন দেবো রক্ত,কেন কাউকে বাঁচাতে করবো ভিক্ষা, কেনো করবো এতিমদের সাহায্য,কেন হব মানবতাবাদী ইত্যাদি ইত্যাদি??এসবতো ব্যাক্তি আমার কোনই উপকার করবেনা।
এবার ধরুন আমি অসাধারন একজন নাস্তিক,একজন ধনী মাফিয়া,টাকার জোরে পৃথিবী আমার পকেটে,টাকায় কিনেছি প্রশাসন, কিনেছি সেনাবাহিনী,হয়েছি সার্বভৌম দেশের প্রধানও(যেমনঃ-কিম জং উন)।
এবার বলুন___
১।কেন আমি আমার ক্ষমতার আপব্যবহার করবো না?
২।কেন আমি করের টাকায় প্রশাসন ও সেনাবাহিনী নিয়ে বিলাসিতা না করে দেশের উন্নয়ন করবো?
৩।কেন আমি ছিনিয়ে নেবনা সকল ব্যবসায়ীর সম্পদ?
৪।কেন ছড়িয়ে দেবনা মাদক?
৫।কেন বাঁচিয়ে রাখবো দুর্বল, পঙ্গু ও প্রতিবন্দীদের যেহেতু এরা বোঝা স্বরৃপ?
৬।কেন আমার সন্তানরা হবেনা ধর্ষক,সন্ত্রাসী যেহেতু ওদের পিতাই ওদের বিচার করতে অনিচ্ছুক? ইত্যাদি ইত্যাদি...
উপরের সবকিছুই আমাকে এই দুনিয়াতে লাভবান করবে। তবুও আমি এসব করবোনা কারন আমি বিশ্বাস করি শেষ বিচারে (যেখানে ভাল ও মন্দ কাজের প্রতিদান দেওয়া হবে) ।আশাকরি পাল্টা প্রশ্ন না কেবল আপনাদের কাছে অন্য কোন যৌক্তিক উত্তর থাকলে জানিয়ে কৃতার্থ করবেন।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২১