কিছু সহৃদয় সংবাদ দিয়ে সংবেদনশীল হয়ে
কেউ কি কবির কাছে জানতে চেয়েছিল
সত্ত্বার গভীরে হৃদয়ের লেনদেন কি!!
বুকের আশ্চর্য শূন্যস্থানে নিবিড় সম্মোহনে
বিলীন হতে হতে জেনেছি
অভিসার কূহেলিকা, প্রণয় অতলস্পর্শী।
প্রিয়ময়তার নিগুঢ় আত্মসুখে
দ্বিখন্ডিত হতে হতে বুঝেছি
কামনা অবাধ্য, লজ্জ্বা স্নায়ুবিক।
হৃদয়ের শুদ্ধতম স্পর্শের দ্বৈত অবয়বে
হতবিহ্বল হতে হতে অনুভব করেছি
অভিমান ঐন্দ্রজালিক, অনুরাগ অনাদিকালের।
প্রেমাশক্ত আচ্ছন্নতায় শারীরিক আনন্দমেলায়
বিভোর হতে হতে উপলব্ধি করেছি
সঙ্গমস্বাদ ক্ষণিকের, আসক্তি আমরণ।
প্রগাঢ় বন্ধনে অন্তরের সবশেষ অন্ত্যমিলে
সিক্ত হতে হতে জেনেছি
"বনলতা সেন" মানে প্রিয়তমার উদরে কবি হতে চাওয়া।