বেশতো ছিলাম লেপের নিচে উষ্ণ আদরে। হটাৎ করেই লেখার জন্য হাতে চুলকানি শুরু হল। তাই লিখে ফেললাম এই অখাদ্য কবিতা।
অতিরিক্ত রুচিশীল এবং নাবালকদের জন্য নিষিদ্ধ। তারপরেও কেউ ঢুকে পড়লে তার দায় সম্পূর্ণ ব্যাক্তিগত।
করেছো নিষেধ, করেছো বারন, মেনেছি আমি সবই
হাত ঢেকেছি, পা ও ঢেকেছি, মাথায় পরেছি টুপি,
তবুও শীতল হাওয়ার পরশ, শিহরন আর কামনায়,
শিশির তো ঝরবেই আজ কাঁথা বালিশ বিছানায়।
সত্যিই শীতের রাত বুড়িয়ে যায় কুয়াশার চাদর মুড়িয়ে,
আর যৌবন উষ্ণতা খোঁজে নরম লেপের ভাঁজে।
একাকী রাতগুলো অসহায়,
একাকী স্বপ্নগুলো ভিজে,
ছি! ছি!! আমাদের স্বপ্নগুলো কেন এত বাজে???