দেশ এখন মহা দুর্যোগের ভিতর দিয়ে চলছে। আল্লাহ পাকের বিধান না মানার কারণে শুধু নয় বরং তার কঠোর বিরুদ্ধাচারণ করে আমরা অবাধ্যে পরিনত হয়েছি। সামান্য কয়েকটি নাস্তিক্যবাদী বাম সংগঠনের নেতা কর্মীদের অপপ্রচার আর কুবুদ্ধিতে দেশের সরকার পর্যন্ত দিশেহারা। আওমী সরকার এখন বামদের তল্পিবাহকে পরিনত হয়েছে। নিজস্ব স্বাধীন ভাবনাকে বাদ দিয়ে বামের প্রনীত প্রেসক্রিপশনে নিজেদেরকে অধিকতর সুস্থ ও আধুনিক ভাবার স্বপ্ন দেখছে।
দেশের কিছু যুবক না বুঝে বিভ্রান্তিকর প্রগতিবাদের আবেশে নাস্তিকতার ঢোল, তবলার মধ্যে গিয়ে ঢুকছে।" মহান স্বাধীনতা বনাম ইসলাম" লক্ষ্য করা যাচ্ছে।
এমতাবস্থায়, ইসলামের কথা যারাই বলছে তাদেরকে ভন্ড বলে আখ্যা দেয়া হচ্ছে, করা হচ্ছে অপব্যাখ্যা।
এসব কিছুর অবসানে হেফাজতের আজ বগুড়ার "শানে রেসালাত" 'র সফলতা কামনা করছি।
হে আল্লাহ, এই সম্মেলনের ঝড় দ্বারা সকল জন্জাল পরিস্কার করে দিন। আমাদের এই প্রিয়ভুমিতে তোমার রহমত নাজিল করুন। আমিন।।