ইসলাম প্রতিটি ঈমানদার মানুষের লাইফব্লাড।এর গৌরবময় ইতিহাস এখনকার প্রেরনা। অভিভূত হয়ে যাই পূর্বপুরুষদের বীরত্বগাথা পড়ে, চোখ অশ্রুসিক্ত হয় ঐতিহাসিক মহামহিম ত্যাগের বানী শুনে, শীতল পরশে প্রান জুড়ায় যখন দেখি এর মহা আদর্শের শাসন ব্যবস্থা। শুকরিয়া জানাই মহান আল্লাহর পবিত্র শানে,যিনি আমাদেরকে এই শাসনব্যবস্থার মাধ্যমে গৌরবান্বিত করেছেন।
ব্লগে ইসলামকে নিয়ে অনেক তাচ্ছিল্য করা হয়েছে। পুতি গন্ধময় নোংরা মুখো নাস্তিকদের পায়ুপথ যেন বন্ধ হয়ে গিয়েছিল। বকদুলগোত্রীয় নাস্তিকদলের তান্ডবে ব্লগে টেকা কঠিন ছিল। তারা সকল ব্লগারদেরকে নাস্তিক বা এর সমর্থক ভেবে ব্লগিং করত। ব্লগ সমুহ যেন ছিল নাস্তিকদের রেচনভূমি।(সকল পুরাতন ব্লগার গনই আশাকরি একমত হবেন)।
শাহাবাগ নাট্যমঞ্চ তৈরি হল।" রাজাকারদের উপযুক্ত বিচার চাই" বিকৃত করে " কোনছিুবুঝি না, ফাঁসি চাই" মর্মে। শুরু থেকেই আমি এর প্রচন্ড বিরোধী। দেশে বিচার ব্যবস্থা চালু আছে । যদি সরকার কোন দলের সাথে আঁতাত করে থাকে, তাহলে শাহাবাগে সরকার বিরোধী আন্দোলন হওয়া উচিত ছিল। আর তা না করে "ফাঁসি চাই" দাবিটির মাধ্যমে আদালতের বিরুদ্ধে অবস্থান গ্রহন করা হল। আদালতকে বাধ্য করা হল ফাঁসির রায় দিতে।
নাস্তিক ব্লগারদের মুখোশ উন্মোচিত হল। পত্রিকাটির দোষ হল এসব প্রচারের জন্য। সম্পাদককে গ্রেফতার, রিমান্ড দেয়া হল। সমদায়ে কি দায়ী ব্লগ সমুহের পরিচালকদের গ্রেফতার কি যৌক্তিক নয়?
নাস্তিকদের বিরুদ্ধে হেফাজতের আন্দোলন, ২৭ টি শুকনা চামড়া সর্বস্ব নাস্তিক দলের বিরোধিতা পাশাপাশি আলীগের সরাসরি সমর্থন আজ জাতিকে আস্তিক ও নাস্তিকে পরিনত করেছে। নারীদের মাঠে নামানো হচ্ছে উস্কানীদিয়ে।ওহে প্রগতির ঝাড়ুদাররা, শুনে রাখ ইসলামের মত ব্যালান্সড জীবন ব্যবস্থা কি তোমাদের বানর পিতারা কখনো দিতে পেরেছিল?
সকল নাগরিকদের প্রতি বিশেষ করে যুব সমাজের প্রতি আমার আহবান, অযথা খেয়ালের বশে ইসলামের বিপক্ষে অবস্থান নেবেন না। যুবকদেরকে ভুল বুঝানো হচ্ছে। মুসলিম হিসাবে মনে মনেও দাবি করলে আজ বাঁধন ছিড়ে বের হতে হবে। ধরতে হবে ইসলামের ঝান্ডা।