
আজকে গার্লস স্কুলের সামনে অনেক ভীড় দেখা যাচ্ছে...বখাটে ছেলেদের নয়...বাবা-মার।স্কুলে ভর্তি পরীক্ষা চলছে আর স্কুলের বাইরে অপেক্ষা করছেন বাবা-মা। তেমনি একজন বাবা মিঃকলিম।পরীক্ষা দিচ্ছে মেয়ে কিন্তু উনি চিন্তা করতে করতে শেষ।টেনশনে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছেন। হঠাৎ মনে পড়ে গেলো কিছু পুরোনো স্মৃতি।
এই গার্লস স্কুলের পাশেই ছোটখাট একটা দোকান ছিল ওনার।স্কুলের পাশেই ছিল অনেকগুলো শপিং সেন্টার, তাই সবসময় ওখানে ভীড় থাকত।স্কুল ছুটি হওয়ার পর ত আরো বেশি।বখাটে ছেলেরা ওই ভীড় এর মধ্যে দাড়িয়ে থাকত। ভীড় এর সুযোগ নিয়ে স্কুলের মেয়েদের কে ইচ্ছা করে ধাক্কা দিত, আবার কখনো মেয়েদের গায়ে হাত দিত।উনি দোকানে বসে বসে এসব দেখতেন আর ভাবতেন তিনিও এই সুযোগ কে কাজে লাগান না কেন...এর পর থেকে তিনিও বখাটে ছেলেদের মত আচরন শুরু করেন।স্কুল ছুটির পর তিনিও রাস্তায় দাঁড়িয়ে থাকতেন।মেয়েদের গায়ে হাত দিতেন, ধাক্কা দিতেন। উনার কাছে অনেক ভাল লাগত এসব করতে।আর মেয়েরা লজ্জায় কিছু বলতেও পারত না। কিন্তু সব মেয়ে একরকম না।একদিন এক মেয়ে উনাকে ধরে ফেলে।সবার সামনে উনাকে থাপ্পর মারে।
"আব্বু"......মেয়ের ডাকে ফিরে আসেন বর্তমানে।মেয়েকে নিয়ে বাসার পথে রওয়ানা দেন।
যেতে যেতে আবার মনে হয় ওই মেয়ের কথা।ওইদিনের ওই থাপ্পর টা অনেক জরুরি ছিল ওনার জন্য।এরপর থেকে আর কোন মেয়ের দিকে কুনজর দেন নি।মনে মনে অনেক ধন্যবাদ দেন ওই সাহসী মেয়ে কে......
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১০ রাত ১১:১৪