আমাদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানা আমাদের সকলের অধিকার। অথচ প্রকৃত ইতিহাস বিকৃত করতে কিছু মহল সদা তৎপর রয়েছে। ইতোমধ্যেই বিভ্রান্ত করা গেছে তরুনদের বিপুল অংশকে। এই বিভ্রান্তি পরিনত হবে ভুল বিশ্বাসে যার রয়েছে সুদূরপ্রসারী ক্ষতিকর প্রভাব। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে বেড়াবে মিথ্যা ইতিহাস, শুধুমাত্র রাজনৈতিক উচ্চাভিলাসের কারণে।
কিছু প্রিয় মানুষের সহায়তায় কিছু বই এর তালিকা সংগ্রহ করতে পেরেছি। এগুলোর সব তথ্যই একশতভাগ সঠিক নাও হতে পারে, তবু এগুলো পড়ে নিজস্ব বিচার-বিশ্লেষনে একটি যৌক্তিক যায়গায় পৌঁছানো যেতেই পারে। বইগুলো পড়ার মাধ্যমে আমরা আমাদেরকে আরও সমৃদ্ধ করতে পারবো এতে সন্দেহ নেই। আর এভাবেই আমরা হয়তো হয়ে উঠতে পারবো সুবিবেচক, সচেতন তথা আলোকিত মানুষ!
১. শতাব্দী পেরিয়ে-হায়দার আকবর খান রনো। তরফদার প্রকাশনী।
২. বলেছি বলছি বলবো-শাহ মোয়াজ্জেম হোসেন। ঐতিহ্য প্রকাশনী।
৩. এক জেনারেলের নিরব সাক্ষ্য: স্বাধীনতার প্রথম দশক- মে.জে. মইনুল হোসেন চৌধুরী (অব.)। মাওলা ব্রাদার্স প্রকাশনী।
৪. বাংলাদেশ রক্তের ঋণ- অ্যান্থনি মাসকারেনহাস। হাক্কানী পাবলিশার্স।
৫. সশস্ত্র বাহিনীতে গণহত্যা: ১৯৭৫ থেকে ১৯৮১- আনোয়ার কবির। সাহিত্য প্রকাশ।
৬. বাংলাদেশের রাজনীতি: ১৯৭২-৭৫- হালিম দাদ খান। আগামী প্রকাশনী।
৭. একাত্তরের মুক্তিযুদ্ধ: রক্তাক্ত মধ্য-আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর- কর্ণেল শাফায়াত জামিল। সাহিত্য প্রকাশ।
৮. বাংলাদেশ:রক্তাক্ত অধ্যায় ১৯৭৫-৮১- ব্রি. জে. এম সাখাওয়াত হোসেন। পালক প্রকাশনী।
৯. তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা- লে. ক. এম এ হামিদ। শিখা প্রকাশনী।
১০. সৈনিকের হাতে কলম- নায়েক সুবেদার মাহবুবর রহমান। আলীগড় প্রকাশনী।
১১. অসমাপ্ত বিপ্লব: তাহেরের শেষ কথা- লরেন্স লিফসুলৎস। নওরোজ কিতাবিস্তান।
১২. The History of Bangladesh (১৭০৪ থেকে নিয়ে ১৯৭১)-তিন খন্ড। প্রোফেসর সিরাজুল ইসলাম। এসিয়াটিক সোসাইটি।
সুপ্রিয় ব্লগারবৃন্দ: এর বাইরেও হয়তো অনেক ভাল বই থাকতে পারে যার নাম আমি দিতে পারিনি। বিনীত অনুরোধ থাকল নামগুলো শেয়ার করার।
[কৃতজ্ঞতা: জনাব শওকত হোসেন মাসুম এবং জনাব আশফাক হোসেন।
এই লেখাটি সংগৃহীত করা হয়েছে সামুরই একজন ব্লগার "একটু স্বপ্ন" এর ব্লগ থেকে। মূল লেখাটি পাওয়া যাবে এখানে ক্লিক করলে
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩১