কোমরে দুই হাত রেখে মা আমার দিকে তাকাও
একটুখানি হাসি দিয়ে মাথাটা খানিক বাঁকাও।
রেডি রেডি রেডি। কিলিক কিলিক কিলিক
মোবাইল ফোনের ক্যামেরাতে আশ্চর্য এক ঝিলিক!
হাত নেই তো কী হয়েছে? মুখটা কাজের কাজি
ছবি আঁকায় হেরে যাবেন ধরেন যদি বাজি।
তার কল্পলোকের গল্পকথা তুলির টানে টানে
ফুটিয়ে তোলে রঙ-তুলিতে ভালোবাসার দানে।
১. ০২ রা ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪২ ০