কে মেরেছে তোকে?
কোথায় যাবি কই পালাবি আয়তো আমার বুকে!
পকেটে আজ যা ছিল তাই সব দিয়েছে ঢেলে,
ওরা পথ হারিয়ে পথেই থাকে পথের দামাল ছেলে।
কলসি কাঁখে পানি আনে, এঁকে বেঁকে ছন্দময়
গুনগুনিয়ে গান গায় সে নাচতে পারে মন্দ নয়।
দুপুরবেলা নূপুর পায়
পুকুরঘাটে গাছের ছায়
খেলার ছলে ঝগড়া করে, কারো সাথে দ্বন্দ্ব না
চঞ্চলা সে লক্ষ্মী মেয়ে নামটি দারুন, চন্দনা।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৩