ব্যথায় তুমি জল ফেলিবার আগে
কার সে চোখে বহে জলের ধারা
তোমার দুখে কে বা উঠে কেঁদে
কষ্টে তোমার হয় যে দিশাহারা!
না খেয়ে মা কোঁচড় ভরে ভিক্ষে করা ভাতে
ইচ্ছে করে ছেলের মুখে খাওয়ায় নিজের হাতে।
ভাতের থালা সামনে দিয়ে দেখে ছেলের খাওয়া
এই শহরে পাগলী মায়ের এটাই বড় পাওয়া।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৯