১ম পর্ব
গত পর্বে দিসিলাম মজাদার গেমগুলোর রিভিউ আর ডাউনলোড লিঙ্ক। এবার দিচ্ছি সৃজনশীল গেমগুলোর রিভিউ।
সৃজনশীল ঘরানার গেম আছে দুটি; ব্যাড পিগিস আর ওয়ার্প।
১. ব্যাড পিগিস :
এংরি বার্ডস এর নির্মাতা রোভিও এন্টারটেইনমেন্ট এবার বানিয়েছে এংরি বার্ডসের ঠিক উল্টো গেম। খেপা পাখিদের নিয়ে
শুকরছানাদের আক্রমণ করার বদলে এবার খেলতে হবে শুকরছানাদের নিয়েই। তাদেরকে নিয়ে পাড়ি দিতে হবে বন্ধুর পথ, ডিম চুরির লক্ষ্যে। যদিও ডিম চুরি করতে পারবে না, কিন্তু পাড়ি দিতে হবে বহু পথ। এই গেমটা এংরি বার্ডস গেমের মত একমুখী নয়, এখানে পরীক্ষা দিতে হবে সৃজনশীলতার। নানা পথ নানা উপায় নানা কৌশল করে গেমটা খেলতে হবে। শুধু তাই না, আপনাকে জানতে হবে পদার্থবিজ্ঞান, গতিবিদ্যা, উড্ডয়ন বিদ্যা, নাহলে আপনি যানই বানাতে পারবেন না, পথ পাড়ি দেওয়া তো দূরের কথা। গেমের কায়দাকানুন হচ্ছে আপনাকে কিছু জিনিস দেওয়া হবে, যেমন কাঠের বাক্স, রোটর, ডানা, চাকা, এঞ্জিন ইত্যাদি, আপনার কাজ হচ্ছে এগুলো দিয়ে একটা যান বানিয়ে তার ভেতরে শুকরছানাটিকে রেখে পথটুকু পাড়ি দেওয়া। উচুনিচু বন্ধুর পথ, পাহাড়ি উচু রাস্তা, গুহা ইত্যাদি পাড়ি দিয়ে আপনাকে পৌঁছুতে হবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। সব মিলিয়ে দুর্দান্ত একটা গেম, আর সেইসঙ্গে দুর্দান্ত গ্রাফিক্স আর সুরের কারুকাজ তো আছেই।
ডাউনলোড লিঙ্ক : http://www.mediafire.com/?r2sn1bm8v8ezw2a
২. ওয়ার্প :
ওয়ার্প গেমটার নির্মাতা ট্র্যাপডোর, সহযোগিতায় ইএ। ওয়ার্প একই সাথে সৃজনশীল এবং এডভেঞ্চার ঘরানার গেম। গেমের কাহিনী আবর্তিত হয়েছে একটি ছোট্ট ভিনগ্রহবাসী প্রাণিকে নিয়ে। প্রাণিটির স্পেসশিপ পৃথিবীতে আছড়ে পড়ে, সেখান থেকে তাকে উদ্ধার করে বিজ্ঞানীরা তাকে নিয়ে যায় পরীক্ষা করার জন্য সাগরতলের এক বিজ্ঞানাগারে। সেখানে সে জেগে উঠে দেখতে পায় সে বন্দি। সেখান থেকে তাকে পালাতে হবে। প্রাণিটির মূল ক্ষমতা হচ্ছে মুহূর্তে স্থান পরিবর্তন করা(টেলি ট্রান্সপোর্টেশন)। এই ক্ষমতা দিয়ে বন্ধ দরজার ওপাশে যাওয়া, মুহূর্তে একস্থান থেকে আরেকস্থানে যাওয়া তার জন্য কোন ব্যাপারই না। তার আরো ক্ষমতার মধ্যে আছে কোন মানুষের ভেতরে প্রবেশ করে তাকে নিষ্ক্রিয় করে ফেলা এবং ইচ্ছা করলে সে তাকে মেরেও ফেলতে পারে। কোন বস্তুর সাথে নিজেকে মিশিয়ে ফেলা, বস্তুকে দূরে ছুড়ে ফেলা ইত্যাদি। এসব ক্ষমতা আর নানা কৌশল খাটিয়ে প্রহরীদের চোখ ফাকি দিয়ে, লেজারের ফাদ এড়িয়ে, নানান বিধ্বংসী রোবটকে এড়িয়ে তাকে বের করে আনতে হবে বাইরের পৃথিবীতে, তাহলেই তার মুক্তি। গেমের গ্রাফিক্স, গেমপ্লে, সুর এককথায় অসাধারণ। সবমিলিয়ে সময় কাটানো আর মাথা খাটানোর জন্য অসাধারণ একটা গেম।
ডাউনলোড লিঙ্ক : Click This Link)
সবাইকে ঈদ মোবারক।