আজ সেহেরি খাও্যার পর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বারি জাবার জন্য বাসের অগ্রিম টিকিট নেওয়ার জন্য টিকিট-কাউন্টারে গেলাম। আগামী ৬ জুলাই সম্ভাব্য ঈদের দিন ধরে আজ সোমবার সকাল আটটা থেকে দূরপাল্লার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সেই হিসেবে এবার ৪ জুলাইয়ের টিকিটের চাহিদা অনেক বেশি।
রাজধানীর কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী ও মাজার রোডে বিভিন্ন পরিবহনের কাউন্টারের সামনে টিকিট-প্রত্যাশী মানুষের অনেক ভিড়। বিশেষ করে হানিফ পরিবহন, নাবিল পরিবহন ও এসআর কাউন্টারে এই ভিড়টা অনেক বেশি। ঈদে বাড়ি যাওয়ার আশায় এসব কাউন্টারের সামনে কেউ মধ্যরাত থেকে, আবার কেউবা সেহরির পরপরই এসে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছেন।
যাত্রীদের অভিযোগ, এবার টিকিটের অতিরিক্ত দাম রাখা হচ্ছে। নওগাঁ ও রংপুর অঞ্চলের টিকিট প্রতি ৫০ থেকে ১৮০ টাকা করে বেশি রাখছেন কর্তৃপক্ষ। আবার রাজশাহী অঞ্চলের টিকিট প্রতি ১৫০ টাকা পর্যন্ত বেশি রাখা হচ্ছে।আর কুস্থিয়ার ভারা ১০০-১৫০ টাকা বেসি রাখা হছচে । তায় টিকিট না কিনে বাসা আস্লা ভাব্লাম ৭০০ টাকা দিয়া বারি গিয়ে কি হবে । তার থেকে আখানেই থেকে জায় ঈদের পরে বারি গেলেই হবে ।