মেসি, নেইমারদের কোপা আমেরিকার লড়াই উপভোগের জন্য যারা উন্মুখ হয়ে আছেন তাঁদের জন্য সুখবর। কোপার ২৬টি ম্যাচের প্রতিটিই লাইভ স্ট্রিমিং করবে ইউটিউব এবং বিশ্বের ৫০টিরও বেশি দেশের ফুটবলপ্রেমীরা ইউটিউবে সরাসরি কোপার ম্যাচগুলো দেখতে পাবেন। অর্থাৎ ক্রীড়া সম্প্রচারক চ্যানেলগুলো না থাকলেও এসব দেশের ফুটবলপ্রেমীরা লাতিন ফুটবলের শৈল্পিক সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হবেন না।
গত বছর আইপিএলের ম্যাচগুলো লাইভ স্টিমিং করেছিল ইউটিউব। ক্রিকেটপ্রেমীদের কাছ থেকে ব্যাপক সাড়াও পেয়েছিল তারা। এ কারণেই ইউটিউব কর্তৃপক্ষ এবার কোপা প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। নিজেদের ব্লগে তারা লিখেছে, 'কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনালসহ কোপা আমেরিকার ২৬টি ম্যাচই সমর্থকরা ইউটিউবে সরাসরি দেখতে পাবেন। শুধু তা-ই নয়, ইউটিউবের ধারাভাষ্যকাররাও ম্যাচগুলোর ধারাবিবরণী দেবেন।' আগামী জুলাইয়ের ১ তারিখে মাঠে গড়াবে কোপা আমেরিকা এবং এবারের আয়োজক মেসি-হিগুয়াইনদের আর্জেন্টিনা।