সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক প্রকৌশলী নতুন ডিজিটাল গিটার তৈরি করেছেন। কিটারা নামের এই গিটারে কোনো স্ট্রিং নেই। এতে স্ট্রিং এর বদলে লাগানো আছে মাল্টি টাচস্ক্রিন। খবর ডেইলি মেইল-এর
নতুন এই গিটারটি তৈরি হয়েছে পুরোনো মিসা ডিজিটাল গিটারের অনুকরণে। তবে, কিটারাতে স্ট্রিং-এর বদলে যোগ হয়েছে মাল্টি টাচস্ক্রিন, ফ্রেটবোর্ড এবং সিনথেসাইজার; যার মাধ্যমে ১০০টিরও বেশি আলাদা আলাদা ধ্বনি তৈরি করা যায়।
এতে আরো রয়েছে, এমআইডিআই কন্ট্রোলার যার মাধ্যমে কম্পিউটার মিউজিক সফটওয়্যারে বাজানো যেকোনো কিছুই রেকর্ড করে রাখা যায়।
এই ভার্চুয়াল গিটারটি অনেকটাই কিবোর্ডের মতো কাজ করে তাই এর নাম দেওয়া হয়েছে ‘কিটারা’ এবং একে গিটার না বলে বলা হচ্ছে কিটার। এটি কাইনেক্ট-এর মতোই প্রযুক্তি।
যুক্তরাষ্ট্রের বাজারে এই গিটারটি কিনতে খরচ হবে ৮৪৯ ডলার।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১১ সকাল ৯:৩৬