তোমার ম্যুরালে হাতুড়ির-ঘা; -ভাঙ্গার শব্দ!
তোমার চোখ উপড়ে নিলো- নাক-কান-মুখও!
তবু ক্ষান্ত নয় জনতা!
জুতো-থুথু আর অশ্রাব্য গালির প্রাণপণ নিক্ষেপ শেষে-
তোমার ভাস্কর্যে জুতোর মালা পরিয়ে,
তোমাকে ফাঁসিতে ঝুলানোর পর,
আগুনে পুড়ে তোমার মৃত্যু নিশ্চিত করে-
ফিরে গেলো তারা।
তবু তুমি নির্বিকার!
তোমাকে নিরুত্তাপ- নি:শব্দ- নিষ্পলক দেখে,
ওরা ফিরে এসে তোমার স্মৃতিচিহ্ন বয়ে চলা
ধানমন্ডি-৩২ পুড়ে ছাই করে দিলো।
▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️
তোমার জনতাও নিশ্চুপ নির্বিকার!
কেননা তোমার বাণী যে–
‘বিভেদের নয়, সাম্যের-ক্ষমার,
সংগ্রামে পাওয়া এই স্বাধীনতা সবার!
তবুও শান্তি আসুক সবার ঘরে,
এরা স্বাধীন জনতা আমার’।
▫️▫️▫️▫️▫️▫️▫️
মৃত্যুর চার যুগান্তে-
তোমাকে ম্যুরালে, স্কালপচারে,
নারকীয় ব্যবচ্ছেদের প্রাণান্তকর চেষ্টায়,
তুমি আরো ছড়িয়ে গেছো-
তোমাকে জানে না যারা
তাদের প্রতিটি প্রাণের স্পন্দনে;
যারা জানতো না! তুমিও তাদের।
সে প্রতিটি হৃদয়ে!
▫️▫️▫️▫️▫️▫️▫️▫️
তোমাকে মুছতে মুছতে,
তোমার স্মৃতিচিহ্ন ভাঙতে ভাঙতে,
তোমাকে মুছার স্মৃতি,
তোমাকে ভাঙার স্মৃতি,
তাদের স্মৃতিতে গেঁথে যেতে যেতে,
তুমি আরো ছড়িয়ে গেছো-
আমাদের থেকেও বেশি তাদের ভেতরে।
▫️▫️▫️▫️▫️▫️▫️▫️▫️
সেই প্রেরণা তুমি- বিপ্লব-সংগ্রামে,
তুমি কবি; সেই কবি…
মুক্তির সোপানে তোমারি চেতনায়
জনতাও আজ বিপ্লবী।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৫