বুনো-স্বপ্ন বুনে বাঁচবে/
আবার কবে/ জুমের চাষী?
পোস্ট-মর্ডানের ছোঁয়া যখন/
বিষের বাঁশি/ গলার ফাঁসি!
শ্বাপদ-পাখির-
কোথায় আহার?/
সবুজ কোথায়- অবুঝ আঁচল?/
জুমের পাহাড়!
আপনি এবং/
আসছে যে;/
সংকটে আজ-/
বৃক্ষ-প্রাণের উচ্ছেদে।
বাঁচার মতো বাঁচতে তাই-
বৃক্ষ, বৃক্ষ, বৃক্ষ চাই।।
বাঁচলে বৃক্ষ;
বাঁচবে পাহাড়।
ঝর্ণা-ঝিরি-গিরির প্রাণে/
জাগবে বাহার।
এরাইচ ফুলে-তলোয়ারে,/
বিমান-ফড়িং চুম দেবে; আর/
দাঁতরাঙাতে জিভ রাঙিয়ে/ধরতে তাকে/
মাওউ নামের ছোট্ট মেয়েটি/
মাচাং থেকে দৌড়ে এসে/
পিছ নেবে তার।
আর হবে না আবর্জনা-/ পাথর লোহার,
পাহাড় মানে বুঝবো শুধু/সবুজ পাথার!/
সভ্যতা যে শুকিয়ে দিলো/ ঝর্ণা-ঝিরি
আর হবে না এমন কোন/নকল সিঁড়ি।
মাচাং ঘরে থাকবে যদি; ঘুরতে এসো/
সাঁতার-পুলের জন্য বাপু পাহাড় কেন?
আসল দেখতে এসে দেখো নকল হীরা
আসল ভেঙে নকল গড়ার ধ্বংস লীলা।
মানুষ এবং শ্বাপদ-পাখির দিন ফেরাবো;
পাহাড় তোমায় কথা দিলাম!/
তপ্ত রোদের দিন হটিয়ে-
শীতল দিনে ফেরার গানের শপথ নিলাম।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯