যেভাবে সরে যেতে হয়,
সেভাবে মুছে গেলে কি আর এমন হতো!
আশ্চর্য, তোমাকেও ভুলে যেতে হবে
বেদনার পংক্তি বিগত!
ভুলে যেতে চাই স্মৃতির অঙ্গন;
আর এসো না তুমি জহুরী;
জহরের খোজ পেয়ে চলে গেছো কবে;
তোমাকে ভুলে যাওয়া জরুরী।
যেভাবে চলে যেতে হয়,
সেভাবে ভুলে যেতে পারতাম যদি!
ভালোবাসাহীন, এইসব বেঁচে থাকা দিনে,
তুমি আর এসো না, আসুক অন্য রোদ-ই।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৯