কেমন আছো মানুষ?
আছো কেমন?
কেমন আছেন তোমাদের ঈশ্বরেরা?
আর তোমাদের ধর্মগুলো? কেমন আছে চিন্তাধারা?
কেমন আছে গীর্জা- প্রদীপ-আযান-কাসর-ঘন্টাধ্বনি?
মুখোশ-বিভব-প্রতিপত্তি-সোনার মহল, ধর্ম নামের হীরার খনি?
বলবে মানুষ কেমন আছে তারা?
বেঁচে থাকার জন্য শুধু বেছে বাঁচে যারা!
কেমন আছে অস্ত্রবারুদ, হাইড্রোজেনের হুমকিবহর,
ধ্বংসকালের ভগ্নসমাজ, রাষ্ট্রনীতি, নীতির খবর, নগর-শহর?
গালাজগালির অলিগলি, মিথ্যে ভাষণ, প্রচারিত সাহায্যেরা,
বলবে মানুষ কেমন আছে তারা?
অর্থলোভী মুখোশধারীর ঘুষের টাকায় পরোপকার,
কেমন আছে প্রাত্যহিক এই প্রচার নামের অপপ্রচার?
জবরদস্তির নষ্ট সমাজ, আর সেখানের নিত্যনতুন ইচ্ছেমতো বিধি-ধারা,
বলবে মানুষ কেমন আছে তারা?
কেমন আছে আস্তাকুড়ের খানাখন্দেও- 'কি আনন্দ'! 'এই তো বেশ'! 'ধাধিন তা'!
আস্তিকতা -নাস্তিকতা-স্বাধীনতায় বাগড়া দেবার প্রবণতা?
এসব খবর শান্তিহাওয়া খই ফোটাবে মুখে,
ধন্য ধন্য কোথায় তুমি সভ্য মানুষ, পোস্ট মডার্নের যুগে?
জবাব দেবে কোথায় এমন সোনার মানুষ খুঁজি,
কত দেশের কত মানুষ! সবাই রিফিউজি।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৬