রোদ্দুর পথে পথে বিষন্নতা
বিষণ্ণ সব পর্ণমোচী;
শতাব্দী কেটে যায়, আর কতদিন,
আরো কতো দিন- এই পর্ণমোচী শোক?
সে সময় অফুরান,
অগণিত জোনাকির দারুণ শরৎকাল।
তখন বালকবেলা,
আমাদের মাঝে সেই সাঁকোটা দুলছে দোদুল;
তখন একুশসাল।
সাঁকোটা ভেঙে গেছে, এখন কত ব্যবধান;
অনন্ত জোছনার অগণিত জোনাকির সেসময় তবু অফুরান।
অথচ আমিও জানিতো,
কিছু রোদ্দুর প্রখর শাণিত;
তোমাকে শেখানো প্রেম ও দ্রোহ
এনেছে কেবল তুমুল বিদ্রোহ।
প্রিয় রোদ্দুর, প্রিয় বিনতে, তুমিও জানতে!
তোমাকে মেনেছি শতবার শত ভুল ও ভ্রান্তে।
রোদ্দুর পথে পথে বিষন্নতা বিষণ্ণ সব পর্ণমোচী
আর কতোদিন- এই পর্ণমোচীর শোক?
শতাব্দী কেটে যায়, কেটে যায় কতদিন!
তবু আমাদের ভুল প্রেম ফসলের গানে মাতায়
পৃথিবীর সব পতিত জমিন।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫২