এ তো আলোর দিন,
বাংলার নদী মাঠে আসে বরষা,
সব মৃত ঘাসপোকাদের শবে পিপীলিকার হেঁটে চলা অবিরাম;
আর-
নরম ঘুমের গন্ধে ভরপুর তোমার শরীরে মেঘের ভাষা;
একটি নক্ষত্রকে কেবল তাড়িয়ে দিচ্ছ আর
যে পাখি পোষ মানে না, খবর নিচ্ছ তার
(আমি জানি তার খুঁটে খাওয়া প্রতিটি খুদের আকৃতি) ;
ইদানীং ঘুমের সময় কেবল মনে হয়
আমাকে পাহারা দিচ্ছে কোন কালসাপ,
যার পাশে তুমি নিশ্চিন্তে ঘুমাও।
ভাগ করে নেয়া সুখের এই দিন এই রাত,
দুজনের ভালোলাগা ভাঁটফুল-মাঠ।
তুমুল অবিশ্বাসে সে খুশির
উপর দুভাগ করে চলে গেছে
বারোটার মেইল।
তুমি দুঃখ এবং বিস্তীর্ণ খরা বারোমাস;
জানো নি বীজের সুপ্ত দিনের ইতিহাস।
একদিন বর্ষা এলে ঠিক পুণরুত্থান হবে অঙ্কুরোদগমে।