আগুন জ্বলে, জ্বলছে আগুন এই বাংলায়-প্রতি মনে
মন্ত্রনালয় 'সাবধান' তুমিও জ্বলতে পারো
আসছে ঐ, জ্বলছে দেখ সহস্র চোখ প্রগতিশীল
তেল-কয়লার পথে এবার গ্যাস বাঁচাবার ক্ষণে।
চিনে রাখো। দেখি, যদি ধরপাকড়-টিয়ার
করেও যদি রাখতে পারো দালালি বহাল;
এলাহী'র এলাহী কান্ড চুরমার-ওই আসছে আঘাত
বহুজাতিক'এ হাত মিলালে! সে এমন কি আর?
গতবারের সহিংসতা-রক্ত লাল ভুলে যাইনি
ভয়কে পাঠিয়েছি দীপান্তরে
লাল পতাকা কাঁধে নিয়ে অগ্রসর; শোন-
আমরা এখনো দায়বদ্ধতার মাথা খাইনি।
ইছেমতো দাম বসাবে, ইচ্ছেমতো বিকিকিনি
আমার রক্ত-সম্পদ নিয়ে স্বাধীনতা
দেশ জনতা নিলাম দিবে 'শাসকশ্রেণী'
পায়ে মাড়াবে তোমাদের ঐ নির্লজ্জ বেঈমানী।
রাজধানী কম্পমান, শ্লোগানে মুখর
মিছিল আসছে, আসছে ওই আখেরি ঠোকর
শাসকশ্রেণী ভীত ন্যুজ্ব, হাজার বজ্রমুঠি
ঘেরাও হবে এ সময়ের কাশিম বাজার কুঠি।
আমাদের দাবীঃ
১। বাংলাদেশের গ্যাসসম্পদ পাচারের জন্য কনকো ফিলিপসকে সমুদ্রবক্ষের ১০-১১ নং ব্লক দেয়া চলবে না।
২। অবিলম্বে দেশীয় মালিকানায় সুনেত্র থেকে গ্যাস উত্তোলন করতে হবে।
৩। বড়পুকুরিয়ায় উন্মুক্তখনির ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
৪। ইচ্ছামত দামে বিদেশী কোম্পানীকে গ্যাস বিক্রির স্বাধিনতা দেয়া চলবে না।
***তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটি***