দেশের দৈনিক পত্রিকার বরাতে আট জানুয়ারী ধর্ষন রোধে ওভারকোট শিরনামে খবর বাহির হয়েছে। তাতে বলা হয়েছে ভারতে যৌননির্যতনের ভয়াবহতা বাড়ছে।তাই পন্ডিচেড়ি সরকর মেয়েদের যৌন শিকারী হাত থেকে রক্ষা করতে পর্দা প্রথার দিকে ঝুকে পড়েছে।এই জন্য মেয়ে শিক্ষার্থীরদের স্কুল পোষাকর নতুন ডিজাইনের প্রস্তাব করেছে তাদের প্রশাসন। এবং এই পোষাক পরা তাদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে।তাই বলা যায় যে নারী নির্যাতন বন্ধে পর্দার দিকে ভারত।ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে।করেছে তার সন্মান।জগতের সকল প্রানীর নারী প্রজাতি আত্নসর্মপন করে পুরুষের কাছে।পুরুষ প্রজাতি আক্রমাত্বক আর নারীরা সমম্পন করে থাকে।এটাই হল জগত স্রষ্টার দেওয়া নিয়ম নিতি,যা রোধ করার ক্ষমতা কারও নাই।ঠিক তেমনি ইসলামে নারীর মর্য়দা করা হয়েছে উচু যা রক্ষা করার জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে।আর এই কথা আজ ভারত সরকার বুঝতে পেরে তারা নারী নির্যাতন বন্ধে নারীদের পর্দা করার কথা বলছে।আর তারা মনে করছে এতেই এই যৌননির্যতনের ভয়াবহতা থেকে তাদের সমাজটাকে রক্ষা করা যাবে।আসল কথা পর্দা ইসলামে আল্লাহর দেওয়া ফরজ বিধান যা নামাজ রোজার মতই ফরজ।যেমন কোরআনে সুরা নুরে ৩০-৩১ নং আয়াতে বলা হয়েছে "মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও। " মূলত নারীদের পূর্বে পুরুষদের পর্দার কথা বলা হল।অতএব নারী নির্যতন বন্ধে পুরুষ জাতীর দায়ীত্ব রয়েছে।আর এই দায়ীত্ব বোধ তখনি আসতে পারে যখন আমার মনে এই ভয় আসবে যে, আমাদের এই অন্যাই কর্মের জন্য পরকালে কঠিন শাশ্তি ভোগ করতে হরে।

আলোচিত ব্লগ
ঘুষ ইজ গুড ফর হেলথ !
সিরাজদিখানের মাহফুজুর রহমান সাহেবের কান্ড দেখে মনে হলো, তিনি ব্রিটিশ আমলের একটা গল্প খুবই সিরিয়াসলি নিয়েছেন। গল্পটা পুরনো, কিন্তু ঘুষখোরদের মধ্যে এখনো জনপ্রিয়। এক ব্রিটিশ ম্যাজিস্ট্রেট বাংলায় দুর্বল,... ...বাকিটুকু পড়ুন
ছায়ার রক্তচোখ: ক্রোধের নগর
ষড়ঋপু সিরিজের দ্বিতীয় কাহিনী ”ক্রোধ”
রাত্রি নেমেছে শহরের উপর, কিন্তু তিমির কেবল আকাশে নয়—সে বসেছে মানুষের শিরায়, দৃষ্টিতে, শ্বাসে। পুরনো শহরের এক প্রান্তে, যেখানে ইট ভেঙে পড়ে আর... ...বাকিটুকু পড়ুন
প্রিয় কন্যা আমার- ৭৪
প্রিয় কন্যা আমার-
ফারাজা, তুমি কি শুরু করেছো- আমি কিছুই বুঝতে পারছি না! রাতে তুমি ঘুমানোর আগে ঘুমানোর দোয়া পড়ে ঘুমাতে যাও। প্রতিদিন তোমার মুখে ঘুমের দোয়া শুনতে... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। নববর্ষের শোভাযাত্রা নাম বদল করছি না, পুরোনো নাম–ঐতিহ্যে ফেরত যাচ্ছি: ঢাবি উপাচার্য
পয়লা বৈশাখে ফি বছর চারুকলা অনুষদ আয়োজিত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, ‘আমরা নাম পরিবর্তন করছি না। আমরা পুরোনো নাম... ...বাকিটুকু পড়ুন
'৭৪ সালের কুখ্যাত বিশেষ ক্ষমতা আইন বাতিল এখন সময়ের দাবী !
বিগত আম্লিক সরকারের আমলে যে কুখ্যাত আইনের অপব্যবহার করে প্রতিপক্ষকে কোনো অভিযোগ ছাড়াই আটক করে গায়েব করার চেষ্টা চলতো তা হলো ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন। এই আইন ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন