দেশের দৈনিক পত্রিকার বরাতে আট জানুয়ারী ধর্ষন রোধে ওভারকোট শিরনামে খবর বাহির হয়েছে। তাতে বলা হয়েছে ভারতে যৌননির্যতনের ভয়াবহতা বাড়ছে।তাই পন্ডিচেড়ি সরকর মেয়েদের যৌন শিকারী হাত থেকে রক্ষা করতে পর্দা প্রথার দিকে ঝুকে পড়েছে।এই জন্য মেয়ে শিক্ষার্থীরদের স্কুল পোষাকর নতুন ডিজাইনের প্রস্তাব করেছে তাদের প্রশাসন। এবং এই পোষাক পরা তাদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে।তাই বলা যায় যে নারী নির্যাতন বন্ধে পর্দার দিকে ভারত।ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে।করেছে তার সন্মান।জগতের সকল প্রানীর নারী প্রজাতি আত্নসর্মপন করে পুরুষের কাছে।পুরুষ প্রজাতি আক্রমাত্বক আর নারীরা সমম্পন করে থাকে।এটাই হল জগত স্রষ্টার দেওয়া নিয়ম নিতি,যা রোধ করার ক্ষমতা কারও নাই।ঠিক তেমনি ইসলামে নারীর মর্য়দা করা হয়েছে উচু যা রক্ষা করার জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে।আর এই কথা আজ ভারত সরকার বুঝতে পেরে তারা নারী নির্যাতন বন্ধে নারীদের পর্দা করার কথা বলছে।আর তারা মনে করছে এতেই এই যৌননির্যতনের ভয়াবহতা থেকে তাদের সমাজটাকে রক্ষা করা যাবে।আসল কথা পর্দা ইসলামে আল্লাহর দেওয়া ফরজ বিধান যা নামাজ রোজার মতই ফরজ।যেমন কোরআনে সুরা নুরে ৩০-৩১ নং আয়াতে বলা হয়েছে "মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গর হেফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাযত করে। তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান, তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষ দেশে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ, ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো আছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর সামনে তওবা কর, যাতে তোমরা সফলকাম হও। " মূলত নারীদের পূর্বে পুরুষদের পর্দার কথা বলা হল।অতএব নারী নির্যতন বন্ধে পুরুষ জাতীর দায়ীত্ব রয়েছে।আর এই দায়ীত্ব বোধ তখনি আসতে পারে যখন আমার মনে এই ভয় আসবে যে, আমাদের এই অন্যাই কর্মের জন্য পরকালে কঠিন শাশ্তি ভোগ করতে হরে।
কে আমি.....
কে আমি?.....
Jean-Paul Charles Aymard Sartre (আমরা সংক্ষেপে বলি- জ্যা পল সাত্রে) নাম ভুলে যাওয়া একটা উপন্যাসে পড়েছিলাম, জার্মানীর অর্ধ অধিকৃত ফরাসীদের নিয়ে।
'হিটলারের সৈন্যরা প্যারিস দখল করে নিয়েছে। কয়েকশো মাইল দূরে... ...বাকিটুকু পড়ুন
স্বৈরাচারী দল আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না!
বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার জন্য সমাজের একটি বৃহৎ অংশ দাবী জানিয়ে আসছে। বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি কে অনেকে দায়ী করছে কারণ... ...বাকিটুকু পড়ুন
গল্পকে আধুনিকায়নের চেষ্টা
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নেট হতে)
বনের... ...বাকিটুকু পড়ুন
আমার রাজনৈতিক পর্যবেক্ষণ
বর্তমান সময়ের রাজনীতি নিয়ে আমার আমার পর্যবেক্ষণ সমুহঃ
১। শেখ হাসিনা এখন হুমকি ধামকি না দিয়ে হাল্কা পাতলা কান্না কাটি করলে এবং দুঃখ প্রকাশ করলে আওয়ামী লীগের উপকার হত।
২।... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। এবং খালেদা জিয়া
২০১৮ সালের ফেব্রুয়ারিতে কারাগারে যাওয়ার পর ছয় বছরের মধ্যে এই প্রথম তিনি জনসমক্ষে উপস্থিত হলেন এবং রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে অংশ নিলেন। শেষবার তিনি ২০১২ সালে সশস্ত্র বাহিনী... ...বাকিটুকু পড়ুন
১. ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০ ০
দৃষ্টি চাই
ধর্ষণের প্রতিবাদে এবং যুগ্য শাস্তি নিশ্চিত করতে
সবাই আলোর মিছিলে যোগ দিন , স্থানীয় ভাবে উদ্দ্যুগি হন । ভাংগা চুরা অনিয়ম তান্ত্রিক আইন দিয়ে এসব বর্বরতা রোদ করা সম্ভব
নয় । উচিৎ শিখল ভাংগার আইন , একসাথে অনেক মানুষ জরু হয়ে
সরাসরি অপরাধির শাস্তি নিশ্চিত করা । কারন আইনের ফাক গলে
পয়সা অয়ালা অপরাধি বেরিয়ে সমাজে আরেকটা কঠিন অপরাধ
করার সুযোগ পায় ।
সমাজ আজ কুলুসিত অন্যায়ের ভারে
হে মানব ওরা দানব হায়েনা
লুটে নিল মা বোনের ইজ্জত
ধিক পশু আত্মা হিংস্র মনা
দাও ওদের সমাজ থেকে নিশ্চিন্ন করে
প্রচারে
বাংলাদেশ প্রতিবাদি আলোর মিছিল কর্তৃপক্ষ