( এটা একটা ভাবনা কাব্য, কিন্তু ভাবের দ্যোতনা বা অন্ত্যমিল নেই।)
স্বপ্ন গাঙে বিচরণ আমার তাই স্বপ্ন দেখেছি ।
হেঁটেছি আমি পাড় ধরে, শিশির ভেজা ঘাস মাড়িয়ে ,
ভেবেছি অনেক কিছুই যা পাইনি তা পেয়েছি অনেক পরে ।
ফেলে এসেছি সব স্মৃতি, সুতোয় বোনা জালের অন্তরালে
যা হারিয়েছি তা খুজি এখন জলের গভীরে ।
আমার ভাবনা বলে, অচিরেই পাব খুঁজে?
জলের উপর পড়েছে শকুনের ছায়া যে।
তাই আমার সাথে গাঙ ও কাঁদ,
আপন সত্তা হারাবার ভয়ে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৩