আঙ্গুল চোষার বয়স থেকেই দেখে আসতেছি
অগ্রজ এবং সমবয়সীরা আছে তাকিয়ে অক্টোপাসের চোখ নিয়ে
ত্রিমাত্রিক ভিতর-বাহির বিশ্লেষণে তারা দেখে নিতে চায় আমার রুগ্ন নগ্নতা
সূর্য আর এনার্জি বাল্বের নিচে আমি কতটা সহায়হীন আর কতটা দূর্বল
স্যুটেড বুটেড রঙ্গমঞ্চে কতটা আনাড়ি আমার সলজ্জ অভিনয়
উৎকৃষ্ট বীজের বাছাইতে কত নিশ্চিত আমার পরাজয়
বারবার তারা পেয়েছেন সন্তোষজনক কাঙ্ক্ষিত উত্তর
বুঝে গেছেন নিশ্চয় আমার ভিতর কিছু নেই
পুনর্বার কেন তবে এই বৃথা আমার দিকেই চোখ ফেলা ?
এবার সাহেব , একটু অন্যান্য চিড়িয়ার দিকে তাকান রহম করে
একই লুজার , বৈচিত্রহীনকে দেখে আর কত শক্ত করবেন আত্মশ্লাঘার নল ?
ইগো , ঈর্ষা আর ঘৃণারও তো আছে ভিন্ন জিনিস চাখার সাধ !
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৬ ভোর ৫:১৫