somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

কবোন্ধ কবি

আমার পরিসংখ্যান

আশিক হোসেন
quote icon
কবোন্ধ কবি আমি। কবিতা দেইখা চোখ মুখ চিনা লন।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

অপুরুষদের গান

লিখেছেন আশিক হোসেন, ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫২


অপরাহ্ণ এসে গেলে মনে পড়ে
প্রেমিকার ঠোটে কি এখনো চুম্বন লেগে আছে ?
কারেন্টের তার একে একে ঝুলে পড়ে গাছে :
ঘড়ির কাটার মত আমাদের মধ্যে তাই জাগে
চক্রে বাঁধা পড়ার এক তুমুল বাসনা ;
হৃদয়ে গোলাপ গুজে , অঙ্গে প্রসাধনী মেখে
আমরা ফের জড়ো হই সব লুজারেরা একসাথে :
মঞ্চস্থ করতে সেইসব ব্যথাকামী ইতিহাস :
এক... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৯ বার পঠিত     like!

আমাদের প্রেমিকারা সূর্যাস্তে হারায়

লিখেছেন আশিক হোসেন, ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

আমার দু’চোখ রেখে গেছি মনে পড়ে
তার মুখোমুখি বাসার ছাদের এন্টেনায় ,
এতকাল পরে এখনো দৃশ্যের জন্ম নেয় রেটিনায় :
আমাদের প্রেমিকারা এসে দাঁড়িয়েছে বারান্দায় ;
আমাদের অবদমিত চোখেরা দ্যাখে , আজো দেখে যায়।

আমার দু’হাত রেখে গেছি মনে পড়ে
স্মৃতির ক্যাবলে বেঁধে রাখা বেলুনের সাথে ,
বৈকালিক রক্তিম বাতাস আজো সেই বেলুন দোলায়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৩ বার পঠিত     like!

আত্মহত্যার বর্ণনা

লিখেছেন আশিক হোসেন, ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৬


অপরিণত ডানার আনন্দে প্রবীণ এক আরশোলা
উড়তে উড়তে পড়তে পড়তে পৌঁছে গেল
গার্লস কমনরুমে : সন্ন্যাসে নিদ্রিত জানালার ফাঁকে


যৌনকাতর এন্টেনা দিয়ে মুহূর্তেই শুষে নিলো
সদ্যমৃত কোনো প্রাণির নখের মতন সুস্বাদে
মহীয়সী সেইসব মহা-চারুকলা : চোখ , ঠোট , নিতম্ব-কোমর
এবং সর্বাপেক্ষা বেশি বাতাসে মিশ্রিত নেশাগ্রস্ত প্রসাধন


বিশ্রী পুঞ্জচোখে এতসব দৃশ্য অন্তর্গত করার পরেই তার
চোখে পড়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     like!

প্রবেশমুখ

লিখেছেন আশিক হোসেন, ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৭

গোলাপি দেয়ালে পেরেকটি বসে গেলো উর্ধ্বকামী ঊষ্ণতায়
লোহামুখে ইটের শীতকার জন্ডিস আলোর সাথে
চুয়ে
চুয়ে
পড়ে
স্তব্ধতায়

বাথরুমের বিক্ষত দরোজার ফাকে ঢুকে যায় এক বয়োবৃদ্ধ আরশোলা
আঁধারের গর্ভে আরো আঁধারের বীজ তার আছে বাকি বোনা ;
ভেন্টিলেটরের স্বচ্ছ ছিদ্রে ঢুকে যায় শীতের বাতাস
কামার্ত কুকুর বুঝে যায় - এসে গেছে পৌষমাস ।

উদ্ভিদের পিপাসার্ত শিকড় খোরের মত টানে মৃত্তিকাস্থ জল
এইসব... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৫ বার পঠিত     like!

তুষারপাত

লিখেছেন আশিক হোসেন, ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬


যখন এমন দিনে শহরে বরফ নেমে আসে ,
নিঃসঙ্গ স্নো-ম্যান সব দাঁড়ায় অজীব ঘাসে ,
আর শীতল জিহ্বায় চেটে নিতে থাকে সাদা অন্ধকার ;
হিমাঙ্কের নিচে বসে প্রেমিকেরা তখন মৃত্যুকে ভালোবাসে ,
পর-পুরু্ষের হাতে প্রেমিকারা শিহরিত হয় বারবার ।

' শৈত্যের আঘাতে মৃত্য ! ' এই খবরে তোমার কি বা দায় ?
কারো স্পর্শ মুছে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

পুনর্বিবেচনা

লিখেছেন আশিক হোসেন, ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৭

প্রায়-ই দেখি ;
আত্মহত্যার সড়কমুখে
এক পুরাতন
সাইনবোর্ড :

এই পৃথিবীতে এখনো কবিতা আছে
এই পৃথিবীতে এখনো সংগীত আছে
এই পৃথিবীতে এখনো নারী আছে ।। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

উটপাখি

লিখেছেন আশিক হোসেন, ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫২

রেস্তোরায় অফিসেতে কোলাহল ঘুরে বেড়ায়
অন্ধের আজন্ম ব্যর্থ দুই চোখের মত দিশেহারা ;
সেই ধ্বনি-ঝড়ের তলায় বসে মানুষেরা সিপ সিপ করে
চা পান করে এবং গভীরে গভীরতর উদ্বেগ অনুভব করে
শেষপর্যন্ত স্বাভাবিক জীবনযাপন করে।

আমার মতন কেউ কেউ অবশ্য হাহাকার আর আহাজারি
লেপতোষকের ভিতর চাপা না রেখে নিয়ে আসে প্রকাশ্যে
তুমুল... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!

দুরারোগ্য

লিখেছেন আশিক হোসেন, ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫২



বৃত্তীয় রশির অদ্ভুত দুলন দেখতে ব্যাপক ভালো লাগে আজকাল ,
মৃত সব স্বপ্নের কবরে লম্বাচওড়া নারীর মত সেগুনবৃক্ষ দাঁড়িয়ে ;
তাহাদের গ্রীবা থেকে ঝুলে পড়ছে স্পন্দিত রশি
প্রসব-উত্তর দুধে ভারী স্তন যেন প্রেমিকের হাতে ;

( বিনাশের তরে বুকে আজ খুব জ্বালা
বড্ড প্রবল জীবনের এ অসুখ
তাই এই... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৩৫ বার পঠিত     like!

রোমন্থন-২ : জিন্স

লিখেছেন আশিক হোসেন, ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫০




দীর্ঘ চারবছর পরেও
স্মৃতিকাতর ঝুলবারান্দার বিস্তৃত আঁচলের ছায়ায়
এক উজ্জ্বল খয়েরি রঙের টাইমবোমা হয়ে দাঁড়িয়ে আছো :
স্তনের নিচে সুরক্ষিত ত্রস্ত ঘড়ির টিকটক
এই চারবছর পরেও আমার ভিতরে জন্ম দেয়
এক কুসংস্করাচ্ছন্ন মূর্খের ; যে ভরা মজলিশেই
নতজানু হয়ে ঘোষণা করবে নির্লজ্জভাবে :
আমার ভালোবাসা এখনো বেঁচে আছে ;... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৮ বার পঠিত     like!

রোমন্থন -১ : পাথর

লিখেছেন আশিক হোসেন, ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:০১



পাথর :
জুন-জুলাই মাসের কোনো এক বর্ষণমুখর সন্ধ্যায়
নেশাগ্রস্ত বাতাসের ধাক্কায় খসে গেলে সহসা তোমার খোপা ;
মনে পড়ে
সেইদিন পড়ন্ত হেয়ার নিডেল ফের তোমাকে ফিরিয়ে দিতেই
তুমি সেই সুচালো লৌহশলাকা দিয়ে ধীরে ধীরে খোদাই করে দিলে
স্বর্ণালী স্বাক্ষর ; একখন্ড কোমল পাথরে ।

পাথর :
বিপুল প্লাবন আর ধূলির অভেদ্য... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৭ বার পঠিত     like!

বিস্মরণ

লিখেছেন আশিক হোসেন, ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

খাবারের সবটুকু কেউ কিন্তু করে না আহার ;
কিছু আদা , দারুচিনি , পেস্তা বাদাম অথবা সবজির পাতা
বসে থাকে বনপ্লেটে যেন বন্ধুহীন একা কোনো শিশু পার্কে ;
আয়োজন শেষে অতঃপর ডাস্টবিনের উদ্বাস্তু রিফিউজি বনে গেলে
এই করুণ নিঃসঙ্গ অপ্রাসঙ্গিক কষ্ট কি দাগ কাটে কোনো খাদ্যরসিকের মনে
সেই রাতে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২১ বার পঠিত     like!

স্মোকিং জোনে

লিখেছেন আশিক হোসেন, ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪৭



দিবসের অপবিত্রতম ক্ষণে
নিঃসঙ্গতা যখন দেয় শাণ তার শীতল-ধারালো চাকুতে
এবং মস্তিষ্কের সব নন্দিত উদ্যানে জন্মায় স্মৃতির অজীবিত তুন্দ্রাঞ্চল
সত্ত্বার গভীরে ক্রমাগত অবিরত নিরন্তর বাজতে থাকে তখন
এক পরম শূন্যতার প্রবল বিলাপ ; প্রতিধ্বনিময় :
নেই , নেই , নেই ; কোথাও কিছু নেই।

চার দেয়ালের উল্লম্ব... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

এইসব ক্রুশরাত্রি

লিখেছেন আশিক হোসেন, ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৩:১৩



নগরে এখন সন্ধ্যা ; ফিরে আসা শুধুশুধু তাই এই ঘরে
ঝুলে থাকা মশারির বিষণ্ণ পেরেকে -
ছাদ স্পর্শ করা অবসাদের অসার কাষ্ঠদন্ডে
ক্রুশবিদ্ধ হতে। সহজেই অথচ লাফিয়ে পড়া যায়
ডবল ডেকার বাসের সামনে কিম্বা ব্রিজের উপর থেকে
ধূসর কংক্রিটে ; অথবা দরজা বন্ধ করে রশি আর ফ্যানের সাহায্যে
দিব্যি... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     like!

ব্লিচ ও বিস্মৃতি

লিখেছেন আশিক হোসেন, ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩৯



হ্যা , আমার অনেক কাজ জমে আছে , অনেক অনেক কাজ
(সিড়ির নিচে সে এখনো দাঁড়িয়ে , এখনো দাঁড়িয়ে ,এখনো দাঁড়িয়ে , দাঁড়িয়ে )
হ্যা, মেসের বাজার করতে হবে , সিভি জমা দিতে হবে দশেক , মোবাইলে টাকা
ভরতে হবে (শুধুশুধু) , টিউশুনিতে যেয়ে বকেয়া বেতনটা নিতে হবে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২০৫ বার পঠিত     like!

স্নাফ

লিখেছেন আশিক হোসেন, ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৯:০০



সত্ত্বার গভীরে সেই কবে থেকে
বেঁচে থাকবার ইচ্ছাশক্তি এক ভঙ্গুর চেয়ারে
দণ্ডপ্রাপ্ত আসামীর মতন গলায় রশি পড়ে
দাঁড়িয়ে আছে।
সত্ত্বার গভীরে সেই কবে থেকে
ডিপ্রেশন আর বেদনা বন্দুক তাক করে আছে
সেই চেয়ারের ঘূণে ধরা চার পায়ে ;
অনেকদিন ধরেই -
স্রেফ এই থ্রিলার মুভির দৃশ্য দেখেই আমার দিন কেটে যায় ;
আমার নিকট আর কোনো সিনেমার ডিস্ক... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫৯৯২ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ