অনেক দিন ধরে বাইরে যাওয়া হচ্ছিল না।আজকে হঠাৎ মনে হল একটা ফটুক ওয়াক(মানে হাটা) দেই



কোথায় দেয়া যায় চিন্তা করতে ছিলাম!!!!মাথায় আসলো সামনেই তো বোটানিকাল (বাংলা নামটা মনে পড়ছে না) বাগানে যাই।তো গেলাম গিয়ে মনে পড়লো সামুর কথা।সামুতে সবেই দল বেধে ফটুক তুলে আমি তো যেতে পারি না।তাই কবি গুরু রবি আঙ্কেলের কথা অনুযায়ী একাই চলিলাম ফটুক তুলিতে।
রবি আঙ্কেলকে আঙ্কেল বলায় কেউ যদি কিছু মনে করেন তবে আমার কিচু করার নেই।উনি আমার থেকে বয়সে অনেক বড় তাই আমি আঙ্কেল বললাম এই আর কি!!!!!











শাপলা পুকুরে শাপলা নাই।খড়া লাগছে



গাছ নিধন চলছে।




কাঠাল অপুষ্টিতে ভুগতেছে।


এতো ভালো লাগলো কৃষ্নচূড়াগুলাকে দেখে


বেগম বিলা বলত মা এ ফুলটাকে।

২ টা রিষ্ট পুষ্ট কাঠাল

পিপিলিকা house

এ ফুলটার নাম জানি না

একটা ভাবুক ফটু।

কালকের ঝড়ে উপড়ে গেছে।


কাঠগোলাপ মনে হয়।এর সুবাস তো পুরা মাথা নষ্ট করে ফেলে।



এনাকোন্ডা সাপ।ফুসসসসসসসসসসসসস

গুহা।হুমমমমমমমমমমম

new born baby type গাছ

এ ফুলটার নাম জানি না

সময় শেষ বাসার দিকে রওনা দিলাম।আসার সময় দেখলাম কুকুরটা অলস হয়ে শুয়ে আছে।
