কারো কাছে গোশত নেয়ার দৌড়,কারো কাছে নতুন জামা গায়ে দিয়ে ঘুরে বেড়ানো,



কারো কাছে অনেক দিন পর দাদুর হাতের নিচে আদরে ঘুমিয়ে পরা।


কারো কাছে অনেক দিন পর বন্ধুদের কাছে ফিরে যাওয়া,আড্ডা দেয়া।


অনেকে ফুর্তিতে জোড়ছে গান শুনে,অনেকে মদ খেয়ে বেহুশ হয়ে থাকে।


কেউ আছে কান্না করে হারিয়ে যাওয়া মানুষের দুঃখে।


কারো কাছে ঈদ মানে নিজের পকেট খালি করা।আর কারো কাছে তা আনন্দের কারন অনেক রকম shopping.
কারো কাছে ঈদ মানে স্বাধীনতা।ঈদ মানে নতুন নতুন অনুষ্ঠান,হরেক রকম খাবার।


মায়ের হাতের ভালোবাসা।




আপনার কাছে ঈদ মানে কি?
