মুজিব নামে যে খোকাটি টুঙ্গিপাড়ায় জন্মে ছিল
কিশোর বয়স থেকেই তাঁর দেশপ্রেমটা মর্মে ছিল
দেশকে ভালোবাসা তাঁর সদাই সকল কর্মে ছিল
মোদের হয়ে চাবুক সম পাক শাসকের চর্মে ছিল
বৈষম্যহীন আচরণটা সদাই সকল ধর্মে ছিল
অগ্নিবীণা কন্ঠে তাঁর আর গীতাঞ্জলি মর্মে ছিল॥
বাংলাদেশের রাজনীতিতে মুজিব যখন যুক্ত হল
স্বাধীনতার ভিত্তিটাও অনেক খানি পোক্ত হল
অসংখ্য বার কারাবরণ এবং কারামুক্ত হল
দেশদ্রোহের অভিযোগে মিছেই অভিযুক্ত হল
বঙ্গবন্ধু উপাধিতে ভালবাসায় সিক্ত হল
একাত্তরে তাঁর নামেই বাংলাদেশটা মুক্ত॥
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৭:০৭