মেজাজ মুজাজ পুরাই খারাপ হইয়া আছে

সব মাসে ইলেকট্রিসিটির বিল দেই সবোর্চ্চ দেড় হাজার টাকা।
এই মাসে গতমাসের বিল আসছে ৩৯৯৩ টাকা!
বিল দেখে পুরাই টাসকি খা্ওয়ার অবস্থা!
হন্তদন্ত হয়ে গেলাম বিদ্যুত অফিসে। সেখান থেকে ব্যাপক খোঁজ করার পরে যা জানলাম তা হইলো গত মাসে মোট ৩০৪ ইউনিট বিদ্যুত খরচ হয়েছে যার মূল্য হয় ১৫২৭ টাকা আর ভ্যাট ৭৭ টাকা। মোট ১৬০৪ টাকা। অথচ বিল আসছে ৩৯৯৩ টাকা!
এন কথা হচ্ছে এই ভৌতিক বিলের কারণ অনুসন্ধান করতে যেয়ে জানলাম যে কম্পিউটারে ভুল করেছে। তাহলে কি কম্পিউটার মানুষ চালায় না!!!
আমার মতো অনেকে ভুক্তভোগী আছেন। তাদেরকে বলি, ঘাবরে না গিয়ে এমন ভৌতিক বিল পেলে সোজা বিদ্যুত অফিসে গিয়ে খোজ নিন। সাথে অবশ্যই পুরনো কয়েকটা বিল প্রমাণের জন্য নিবেন। আশা করি কাজ হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১২ রাত ১০:২৬