ভূমিকা :
ইমেইল দেখেতো চোখ একেবারে ছানাবড়া হয়ে গেলো!



নেটে দেখলাম যে বিভিন্ন বছর ওদের বিভিন্ন মহাদেশে মিটিং হয়। গত বছর মালেতে হয়েছে , সুতরাং আফ্রিকার কোনো দেশে হবে না। অস্ট্রেলিয়াতেও একবার হয়ে গেছে। অতএব, অস্ট্রেলিয়াও বাদ।




এদিকে মনে মনে খুশি হলেও সাথে সাথেই তো আর হ্যা বলে দেয়া যায় না! সুপারভাইজারের মতামতের ব্যাপার আছে, এক্সপেরিমেন্ট গোছানোর ব্যাপার আছে। তাছাড়া দেশে যাবার একটা প্ল্যানও ছিলো মাথায়

কিন্তু ওরা রেজিস্ট্রেশনের ডেডলাইন দিয়ে দিলো। গেলাম সুপারভাইজারের কাছে। সুপারভাইজার বললেন, " তুমি যেতে চাইলে যেতে পার, কিন্তু তোমার রিসার্চের যেন ক্ষতি না হয়, সেটা লক্ষ্য রেখো।"
যাক, সুপারভাইজারতো ম্যানেজ হলো।


শুরু হলো আমার হায়দ্রাবাদ যাবার প্রস্তুতি.........

সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৫৩