- কি করছেন?
- বসে বসে তারা গুনছি
-দিনের বেলা তারা?
- হু, দিনের বেলায় তারা থাকে সবাই দেখতে পায় না।
-কবি, লেখদের আছড় পড়েছে আপনার জলদি কোনো সাইকোলজি ডাক্তার দেখানো উচিত আপনার।
- অদিতি তুমি সব সময় কথার মধ্যে ডাক্তাদের ডেকে আনো কেনো?
- আপনার সাথে কথা বললে মনে হয় আপনি মানসিক রোগে ভুগছেন, আপনার ডাক্তার দেখানো প্রয়োজন।
শুনুন ইয়াশ আমার পরিচিত এক ডাক্তার আছে, বেশ ভালো ডাক্তার সাইকোলজিষ্ট, আপনি চাইলে তাকে দেখাতে পাড়েন। আমি ফোন করে দিবো? বারডেম হাসপাতালে সপ্তাহে উনি এক দিন বসেন। আমি ফোন দিয়ে দিলে কোনো ফি লাগবে না।
- উঁহু
- কি?
-ডাক্তাদের মার্কেটিং টা ভালোই করতে পারো দেখছি।
- ইয়াশ আপনার সাথে আমি ফাজলামো করছি না। সত্যি সত্যি আপনার ডাক্তার দেখানো উচিৎ।
- আচ্ছা ভেবে দেখবো, হাটতে হাটতে একদিন বারডেম হাসপাতালে ঢুকে তোমার পরিচিত সাইকোলজিষ্ট ডাক্তারের সাথে চায়ের সাথে বিস্কিট ডুবিয়ে খেয়ে আসবো।
- বিরক্ত, আপনি আসলেই একটা বিরক্ত
-আমি জানি আমি তোমার অনেক বিরক্ত
- ভুলটা আমরই যে এইরকম বিরক্তিকর একটা মানুষকে আমি ফোন দেই।
অদিতি ফোনটা কেটে দিয়েছে। আমি জানি কথার শেষে এটা ওর কমন বাক্য আমি আর আপনাকে ফোন দিবো না। কিন্তু ঠিকি ও আবার ফোন দিবে। আমি চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে খাই এটা অদিতির পছন্দ না তাও প্রতিদিন জিজ্ঞেস করবে। আজকেও কি চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে খেয়েছেন? মায়াবতী মেয়েরা অল্পতে কাউকে মায়ার ফাঁদে ফেলতে পারে। মায়াবতী মেয়েদের আলাদা একটা শক্তি আছে যেটা সব মেয়েদের মাঝে থাকে না।
(চলবে)
- আরিফ রুমি
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩