কলকাতার লেখক চন্দ্রিল ভট্টাচার্য এর মতো করেই বলতে চাই যে আমি আজ সাহিত্য নিয়েই কথা বলবো তবে সাহিত্য বোদ্ধাদের নিয়ে আগে একটু বলি। এখন কথা হচ্ছে সাহিত্য বোদ্ধা কারা? যারা কোনো রকম ২/১ টা সাহিত্য পড়ে বা পিডিএফ বই ডাউনলোড করে পড়ে ফেলে তারপর একুশে বইমেলায় গিয়ে স্টলের সামনে দাঁড়িয়ে একটা সেলফি তুলে চেকইন দেয় "বই মেলা'' এরা হচ্ছে সাহিত্যবোদ্ধা।
আমি চন্দ্রিল দাদার মতো করেই বলি এই সাহিত্য বোদ্ধাদের যদি বলা হয় ভাই বলতো কে সেরা? হুমায়ূন আহমেদ এর সাথে আর কয়েকটা নাম বসিয়ে দিলেন। এরা চোখ বুঝে বলবে হুমায়ূন আহমেদ সেরা। তারপর এই সাহিত্যবোদ্ধাকদের আড়ালে ডেকে নিয়ে বলবেন হুমায়ূন আহমেদ কেনো সেরা? তার কোন সাহিত্যটি আপনার কাছে ভালো মনে হয়েছে? বা সে কি ধরনের সাহিত্য লিখতো একটার নাম বলেনতো। দেখবেন হা করে তাকিয়ে আছে। কিছু জানেনা। এরা যদি ঠিক করে কার সাহিত্য ভালো কারটা ভালো না তাহলে তো সর্বনাশের মাথায় বাড়ী।
ইদানীং খুব একটা ট্রেন্ড চলতেছে সাহিত্য লেখকদের ট্রল করে স্ট্যাটাস দেয়া। এই স্ট্যাটাস দেয়া লোকগুলো কারা? এরাই হচ্ছে ওই সাহিত্যবোদ্ধা। সাহিত্যবোদ্ধা তারা যারা কোনো রকম ভাবা প্রাক্টিস করেনা, কোনো রকম সাহিত্য চর্চা না করেই মন্তব্য করে ফেলে।
হুমায়ূন স্যার, জাফর ইকবাল স্যারদের কথা বাদ দিলাম ওতোদূর না যাই। এই যেমন ধরেন আপনি নবাগত লেখক সাদাত হোসেন এর কথা ধরেন, যদি বলেন আমি সাদাত হোসেনের ফ্যান তার লেখা ভালো লাগে তার ৩ টা বই কিনেছি। এই সাহিত্যবোদ্ধারা কি করবে? হেসে উড়িয়ে দিয়ে বলবে সাদাত হোসেনের মুরিদ। সে আবার কোনো লেখক নাকি। তাদের আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করুন ভাই সাদাত হোসেন কি করেছে যে কারনে হেসে দিলেন? বা সাদাত হোসেন যে কয়টা বই লিখছে তার কয়টা বই পড়ছেন? বলবে একটাও না। তো ভাই সাদাত হোসেন কে নিয়ে হাসাহাসি করেন কেনো? বলবে অনেকেই তো করে। সাহিত্যবোদ্ধা হচ্ছে এরা।
শেষ করবো শেষ করার আগে আরেকটা কথা বলি, এই সাহিত্যবোদ্ধারা আরেকটা কাজ করে। কি করে শুনুন আয়মান সাদিক, সুলেমান সুখন, এস এম মুকুল, সাব্বির আহসান এদেরকে সাহিত্যের কাতারে ফেলে দেয়। তারা গুলিয়ে ফেলে, তারা বুঝে না কে সাহিত্য লিখে আর কে আত্ম উন্নয়ন মূলক লিখে, আর কে কবিতা লিখে। সাহিত্যবোদ্ধারা তাদের পরিচয় দিতে গিয়ে নিজেদের এভাবেই তুলে ধরে।
- আরিফ রুমি
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২৫