#অনলাইনে_আয়_করুন
" ফ্রিল্যান্সিং শিখুন, ফ্রিল্যান্সি শিখুন,
হাজার হাজার টাকা আয় করুন "
এই কথাটা বলতে বলতে আপনারা ছেলে পেলেদের মাথা খেয়ে ফেলেছেন।
আচ্ছা আপনারা যারা বলেন ফ্রিল্যান্সিং শিখাই! তারা একটু চিন্তা করে বলুন তো আসলেই কি ফ্রিল্যান্সিং শিখার কিছু আছে?
ফ্রিল্যান্সিং করতে গেলে যেটা দরকার হয় সেটা হলো একটা স্কিল। হতে পাড়ে সেটা ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি।
আচ্ছা এইগুলা না শিখিয়ে আপনি কিভাবে ফ্রিল্যান্সার বানাবেন?
ওকে ধরেই নিলাম আপনি ফ্রিল্যান্সিং শিখাবেন-
পয়েন্ট ১: যে কোনোদিন কম্পিউটারের মাউস ধরেনি তাকে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং শিখিয়ে তার ঘরে হাজার টাকা এনে দিবেন?
পয়েন্ট ২: আপনি যদি ফ্রিল্যান্সিং করে থাকেন তাহলে নিশ্চুই আপনার জানার কথা ফ্রিল্যান্সিং করতে একটা স্কিল থাকার পাশাপাশি ইংলিশ স্কিলটা থাকাও অনেক গুরুত্বপূর্ণ। এখন সে লেখাপড়া করে বুঝলাম। অনেক অনার্স পড়ুয়া ছেলেপেলেই আছে ঠিক মতো বাংলাটাও পড়তে পারে না শেখানে ইংলিশ দেখলেই দৌড়ে পালায়, তাদের কিভাবে ফ্রিল্যান্সিং শিখাবেন?
পয়েন্ট ৩: ওয়েব ডেভেলপমেন্ট বলেন আর গ্রাফিক্স ডিজাইন বলেন সবখানেই স্কিলটা থাকতে হয় ভারী, সেখানে আপনি কিভাবে তাকে কয়েকদিনে এইসব শিখিয়ে আয় করিয়ে দিবেন? যেখানে বড় বড় ফ্রিল্যান্সারদের ঘাস খেতে হচ্ছে।
বেশ কিছুদিন আগে ফেসবুকের একটা বুষ্ট দেয়া পেইজে দেখি ফ্রিল্যান্সিং ফ্রী সেমিনার। আমি সেখানে ফ্রী রেজিস্ট্রেশন করি এবং জয়েন ও করি।
২ ঘন্টা ৩০ মিনিট এর প্রেজেন্টেশনে ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা আয় করা যায় এইটা বলছে বেশি। আড়াই ঘন্টায় এমন ব্রেন ওয়াশ দিছে আমি তো খুব এক্সাইটেড কালকেই এখানে ভর্তি হবো কালকেই ফ্রিল্যান্সিং করা শুরু করবো তারপর লাখপতি হয়ে যাবো।
খুব এক্সাইটেড, বাড়িতে ফোন দিলাম বাবার কাছে টাকা চাইলাম দিতেও রাজী হলেন ৮ হাজার টাকা।
রাতে ঘুমানোর সময় চিন্তা করলাম ওনি যদি ফ্রিলান্সিং করে থাকে তাহলে কষ্ট করে এই আড়াই ঘন্টা ধরে বক বকানির মানে কি? উনি এই আড়াই ঘন্টায় তো অন্য যায়গায় টাইম দিতে পাড়ে। আর উনার তো তাহলে অনেক টাকা তাহলে কেনো আবার ৮হাজার টাকার জন্যে এই ট্রেনিং সেন্টার খুলে বসছে?
ইউটিউবে ফ্রিল্যান্সিং বিষয়ে সার্চ দিলাম অনেক গুলা ভিডিও দেখে টেখে বুঝলাম ফ্রিল্যান্সং শেখানোর কিছু নাই স্কিল শিখাইতে পাড়ে । কারন আপনার যে কোনো একটা স্কিল থাকলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন সে ক্ষেত্রে তারা গাইডলাইন দিতে পারে বড় জোর বাট ফ্রিল্যান্সিং শিখায়া দিবো এইটা ভাঁওতাবাজি।
সেমিনার শেষে যে প্রেজেন্টেশন দিয়েছে সে জিজ্ঞেস করলো কারো কনো প্রশ্ন আছে কিনা।
আমি জিজ্ঞেস করলাম, ফ্রিল্যান্সিং করতে গেলে যে কোনো একটা স্কিল এ এক্সপার্ট হতে হয় এবং ইংলিশে মোটামুটি দক্ষতা থাকতে হয় আপনি তো এ নিয়ে কিছুই বললেন না।
তিনি সরাসরি না বলে নাই যে এইগুলা মিথ্যা বাট তিনি আরো ১০ মিনিটের কথায় প্রমান করতে চাইলেন এইগুলা মিথ্যা।
তার কথা ৮ হাজার টাকা দিয়ে ভর্তি হবেন আপনাকে ফটোশপের বেসিক টা ২ মাসে বুঝিয়ে দিবো কিভাবে লগো ডিজাইন করবেন আমরা দেখিয়ে দিবো আপনি শুধু মার্কেটপ্লেসে বিড করবেন।কাজ পাবেন কাজ করবেন টাকা কামাবেন। ওয়াও জুশ তো
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৮ রাত ১২:৪২