Evergreen Smile এর মাদারীপুর শাখায় শীতবস্ত্র ইভেন্ট নিয়ে বিস্তারিত :-
Evergreen Smile একটি সেচ্ছাসেবী সংগঠন। এভারগ্রীন স্মাইলের কাজ সমাজের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে গিয়ে সামার্থ অনুযায়ী সাহায্য করা। ছোটো সংগঠন, মাত্র ছয়মাস বয়স, হাটিহাটি পা পা করে এভারগ্রীন স্মাইল এগিয়ে যাচ্ছে।
এই ছয় মাসের মধ্যে আপনাদের দেয়া আর্থিক সহযোগীতায় এভারগ্রীন স্মাইল অনেকগুলো ইভেন্ট সফলভাবে শেষ করেছে। এখন এভারগ্রীন স্মাইলের একটা শাখাও হয়েছে "এভারগ্রীন স্মাইল মাদারীপুর শাখা"। মাদারীপুর সরকারী নাজিমুদ্দিন কলেজের কিছু তরুন - তরুনীরা এভারগ্রীন স্মাইল ঢাকা শাখার সাথে কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করার প্রতিজ্ঞা বদ্ধ হয়েছে।
সমাজে এতো এতো বিত্তবান, এতো এতো সরকারী অনুমোদন থাকতেও কেনো এইসব তরুন-তরুনীরা অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে? আমাদের দেশটা মধ্যেম আয়ের দেশ, এখানে প্রতিটা মানুষ কে জীবনের সাথে যুদ্ধ করে বাঁচতে হয়।
এই দেশে অনেক মানুষ আছে যারা সরকারী অনুমোদন তো পান ই না আবার সমাজের বিত্তবানরাও তাদের নিয়ে ভাবে না।
এই অসহায়, দরিদ্র মানুষগুলোকে একটু সহয়তা দিতে তাদের পাশে দাঁড়ানোর চিন্তাভাবনা নিয়েই আজকের এভারগ্রীন স্মাইল।
তাদের মাঝে মানবিক চেতনা বোধ নাড়া দেয়, তারা ভাবে এরাও আমার দেশের মানুষ এদের ও তিন বেলা খেয়ে বাঁচার অধিকার আছে, এদের ও শীত আছে। এদের ও বস্ত্র দরকার। এই ভাবনা থেকেই এভারগ্রীন স্মাইলের সাথে যোগ দিয়ে আর্ত মানবতার সেবায় এগিয়ে এসেছে।
গত ১ ডিসেম্বর মাদারীপুর আচমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে এভারগ্রীন স্মাইল মাদারীপুর শাখার সমন্বয়ে "অসহায়, দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ - ২০১৭ " ইভেন্ট সফলভাবে শেষ হয়েছে। ৫৫ টা পরিবারকে এভারগ্রীন স্মাইল থেকে শীতের কম্বল দেয়া হয়েছে।
এভারগ্রীন স্মাইল মাদারীপুর শাখা:-
এভারগ্রীন স্মাইল মাদারীপুর শাখায় প্রথমে তিন জনের উদ্যেগে শাখার যাত্রা শুরু হয়। ইফফাত রানা ইসু, শান্তা ইসলাম সাফা, রাব্বি রহমান। এদের হাত ধরেই আস্তে আস্তে মাদারীপুর শাখায় সদস্য সংখ্যা বাড়তে থাকে। গত ১৬ নভেম্বর মাদারীপুর শাখার যাত্রা শুরু হয়, ১ ডিসেম্বর ইভেন্ট পর্যন্ত তার সদস্য সংখ্যা দাঁড়ায় ৩০+।
মাদারীপুর সদস্যদের নিয়ে আসলে যদি কিছু বলতে যাই তাহলে লিখে পৃষ্ঠা শেষ করা যাবে না, তারপরেও সংক্ষেপে তাদের সম্পর্কে দুই একটি কথা না বললেই নয়।
মাদারীপুর সদস্যরা একবারে নতুন, এর আগে কোনো সংগঠনে কাজ করার অভিজ্ঞতা নেই। সংগঠন কি এ সম্পর্কে তেমন কোনো ধারনা ছিলো না তাদের।
কিন্তু সংগঠনের যাত্রা হবার পর প্রতিটা সদস্য ইভেন্টের জন্যে ফান্ড কালেকশন, ইভেন্ট পরিচালনা, ও ইভেন্ট পরবর্তী কার্যক্রম গুলা এতো সুন্দর ভাবে গুছিয়ে করেছে যে আমি এবং আমরা ঢাকা কেন্দ্রীয় শাখা তাদের আগ্রহ আর কাজ দেখে অভিভূত হয়েছি । আমরা ঢাকা থেকে ফেসবুক ও ফোনে তাদের নির্দেশনা দিয়েছি তারা এতো সুন্দর ভাবে সেই নির্দেশনা অনুযায়ী কাজ সম্পন্ন করেছে যা বলে বুঝাতে পাড়বো না। যাষ্ট এমেজিং।
একটা সদস্য যেনো একেকজন সৈনিক।
ইভেন্ট চলাকালীন তাদের কাজ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর মনে মনে বলছিলাম প্রাউড অব ইউ মাদারীপুর এভারগ্রীন স্মাইল সেচ্ছাসেবকরা। তোমাদের সাথে হাতেহাত মিলিয়ে কাজ করতে পেড়ে নিজেকে ধন্য মনে করছি, সত্যি তোমরা এমেজিং পার্সন।
যাইহোক লেখা লম্বা হওয়ার কারনে অনেক কথা বাদ পড়ে গেছে। অন্য কোনোদিন এই #green_gladiators দের নিয়ে আবার লিখবো।
তাদের সাথে থাকতে চাই তাদের নিয়ে লিখতে চাই। এভারগ্রীন স্মাইল মাদারীপুর শাখা।
#EGS
#Green_Gladiators
মনুষ্যত্ব বিকশিত হোক মানুষের কল্যানে
আরিফ রুমি
সাধারণ সম্পাদক
Evergreen Smile
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭