আমি প্রতিদিন যাই করি না কেনো ইউটিউবে একটু ঢুঁ মাড়বোই।
তবে হ্যা আমি নাটক কিংবা মুভি দেখতে ঢুঁ মাড়ি না।
ইউটিউবে নতুন কি শেখার আছে সেটা দেখতেই ঢুঁ মাড়ি।
আমি ভালো ইংলিশ বলতে পাড়ি না, তিনদিন ধরে দেখছি Basic Spoken English Lesson part 2 তে চলে এসেছি।
10 Minute School আমাকে হেল্প করে।
আমি স্টিভ জবসের লাইফ স্টোরি পুরোপুরি জানতাম না।
তাও আবার তার মুখে ভিডিওতে দেখেছি।
আমি ফটো ইডিটিং পাড়তাম না, আমি কারো কাছ থেকে শিখি নাই। আমি একা একা ভিডিও টিউটোরিয়াল দেখে শিখেছি।
DSLR ক্যামেরা কিভাবে ধরতে হয়, কিভাবে অন করতে হয়, শাটার কাউন্ট কি, মেগাপ্যাস্কেল কি, আমাকে কেউ শিখায় দেয়নি, আমি ভিডিও টিউটোরিয়াল দেখে নিখুঁত ভাবে শিখছি।
আমি লাষ্ট ১ বছর যাবত ট্রাই করছি কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। আমি Adobe দিয়ে পারিনা, তো বিকল্প কি পথ আছে?
হ্যা আছে তো Filmora, Viva Video।
খুব সহজ।
আমার ফোনে কোনো সমস্যা নেই, ফোন স্লো হয়ে যাবে কিভাবে স্পীড বাড়াতে হয় সে পন্থা আমার জানা আছে।(উদাহরণ হিসাবে বললাম, এর থেকেও কঠিন সমস্যার উপায় আমার জানা আছে)
আমার মন খারাপ Solaiman Shukhon ভাই আছেন, ইউটিউবে তার ভিডিও দেখি, ইন্সপায়ারড হই, মন ভালো হয়ে যায়।
তখন নিজেকে নিজে বলি আমিই পেড়েছি, আমি পাড়বো।
Ayman Sadiq ভাই আছেন ফেসবুকে নতুনত্ব কিছু দেয়ার জন্য। ১০ মিনিটের স্কুল তারই আইডিয়া।
Arif R Hossain ভাইয়ের লেখাগুলো মানবতার কাজে উৎসাহিত করে। দেশপ্রেমের সংজ্ঞা জানেন না আরিফ ভাইয়ের কাছ থেকে জেনে নিবেন।
মানবতা কি বুঝেন না, তার লেখা পড়বেন তাহলেই দেশপ্রেমের সংজ্ঞা পেয়ে যাবেন।
তবে একটা বিষয়ে অবাক হলাম ইউটিউব ভালো কাজের ভিডিও গুলোর ভিউ এতো কম যে, তখন একটা কথাই মনে পড়ে আসলে ভালো কথার দাম নাই।
তার থেকে ওই ভিডিওটায় ভিউ বেশি হয় "একি করলেন (ভিডিও সহ) " লক্ষ লক্ষ ভিউ সেই ভিডিওতে।
যায়গা কেউ করে দেয় না, নিজেরা তৈরি করে নিতে হয়।
উপরে যে তিনজন কে মেনশন করেছি এদের কথা বলার জায়গা কেউ করে দেয়নি তারা নিজ যোগ্যতায় করে নিয়েছে।
আমি এম হ্যাপি ভাইয়ারা, আই আম প্রাউড অফ ইউ ভাইয়ারা। আপনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৯