- অভ্র আপনাকে গত কাল বিজয় স্বরনীর মোড়ে উদ্ভট রকম ভাবে দাঁড়িয়ে থাকতে দেখলাম।
কি করছিলেন দাঁড়িয়ে থেকে?
- শ্রেয়া, শহরের জ্যাম দেখছিলাম। ল্যাম্পপোস্টের ফিনিক ফোটা আলোয় এই শহরের জ্যাম দেখার মধ্যে আনন্দ আছে।
- মানুষ রাস্তার মাঝে দাঁড়িয়ে জ্যাম দেখে এই রকম অদ্ভুত কথা আমি আগে কখনো শুনিনি।
- শ্রেয়া তোমার কাল সময় হবে?
- কেনো?
- তোমাকে নিয়ে শহরের জ্যাম দেখতে বের হবো।
হাঁটতে হাঁটতে ফার্মগেট ইন্দিরা পার্কে গিয়ে বসবো।
ইন্দিরা পার্কে চায়ের ফেরিওয়ালারা ঘুরেঘুরে ৫ টাকা করে রঙ চা বিক্রি করে, দুজন মিলে সেটা খাবো।
- দুঃখিত অভ্র আমি ফেরি করা চা খাইনা।
আর আপনার সাথে বের ও হচ্ছি না।
- আপনার আর হাবিজাবি চিন্তাধারা আমার কাছে অসহ্য লাগে। আপনি যেদিন এই অসহ্য চিন্তাধারা বাদ দিয়ে ভালো কিছু বলবেন সেদিন আপনার সাথে বের হবো।
- আচ্ছা তাহলে কাল দেখা হচ্ছে শ্রেয়া?এখন আমি রহিম মামার চায়ের দোকানে বিস্কুট ডুবিয়ে খাওয়ার এক মহা প্লান সাকসেস করতে যাবো।
তুমি চাইলে তোমার পাজেরু গাড়িটা নিয়ে চলে এসে আই প্লানের অংশীদার হতে পাড়ো।
- অসহ্য, আপনি গিয়ে চায়ের মধ্যে ডুব দিয়ে বসে থাকুন।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০২