প্রিয় চেস্টার,
আপনি গত জুলাই মাসে আত্মহত্যা করলেন । চলে গেলেন পৃথিবী থেকে, আপনার কোটি কোটি ভক্ত-কে কাঁদিয়ে । হ্যাঁ, পৃথিবী থেকে সব মানুষই একদিন না একদিন বিদায় নেবেন, তাই আপনিও চলে গেলেন ।
কিন্তু এভাবে কেন ? কেন আপনি এভাবে চলে গেলেন, মাত্র ৪১ বছর বয়সে ? মাত্র ৪১ বছর বয়স ! কি এমন বয়স হয়েছিলো আপনার ? কি এমন হতাশা আপনাকে পেয়ে বসেছিলো ?
আপনি ছোটবেলায় বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন । মাদকে আসক্ত হয়ে পড়েছেন । আবার বেরিয়েও এসেছেন । সেই সকল মানুষকে সাহায্য করেছেন, যাদের শৈশবকাল আপনার মতোই বিতৃষ্ণ , করুণ ।
আপনার গান মানুষকে স্বপ্ন দেখিয়েছে, বাঁচতে শিখিয়েছে, ডিপ্রেশন নামক ভয়াবহ ব্যাধিটি থেকে বেড়িয়ে এসে সুন্দর জীবনের পথ দেখিয়েছে । মানুষ আপনাকে নিজের আইডল হিসেবে ভেবেছে , নিজেকে আপনার মতো বড় কিছু করার জন্য তৈরি করেছে
কিন্তু, আপনি সব ব্যর্থ করে দিলেন । আপনি আত্মহত্যা করে সকলের মন ভেঙে দিয়েছেন । যে ছেলেটি আপনাকে দেখে জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখতো, সে জানবে যে তার আইডল একজন কাপুরুষ । আপনি সুইসাইডের মাধ্যমে ৩-৪টি জেনারেশনের স্বপ্ন-কে ধ্বংস করে দিয়েছেন ।
আপনি আমাকে গান শুনতে শিখিয়েছেন । আপনার গান শুনেই আমি শিশুকাল থেকে এই টিনেজার হয়েছি । আপনাকে আমি নিজের আইডল ভাবতাম । আমি স্বপ্ন দেখতাম একদিন আপনার মতো হবো, ন্যু মেটালের তালে তালে মঞ্চ কাঁপাবো । কিন্তু আপনি এটা কি করলেন ! আপনি এভাবে লাখো তরুণের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিলেন !
সবশেষে আপনার আত্মার শান্তি কামনা করছি । আশা করি আমাদের কোনো একদিন দেখা হবে , হয়তো অন্য কোনো সময়ে, অন্য কোনো জগতে ।
ইতি,
আপনার এক বাংলাদেশী ভক্ত, যে আপনাকে নিজের আইডল ভেবেছিলো ।