অস্ট্রেলিয়া-কে টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো হারানোয় প্রথমেই বাংলাদেশ ক্রিকেট দলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ।
কিন্তু , এই খেলা নিয়েও আমাদের মতো আমজনতার অনেকেই খুশি নয় । কারণ, দুর্ভোগ । আমরা সবাই দেখেছি যে , আজকে খেলার শেষপ্রান্তে আমাদের মাননীয়া প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছিলেন , যা খুবই খুশির খবর । কিন্তু আপনারা কি জানেন যে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে আসতে তাঁর কত সময় লেগেছে ? আমি বলছি , সর্বসাকুল্যে ৫ মিনিট ! এখন আপনারাই বলুন , যেটুকু রাস্তা আসতে আমাদের ২ ঘণ্টার মতো সময় লাগে সেখানে তিনি মাত্র ৫ মিনিটে কিভাবে পৌঁছালেন ? আমিই বলছি , স্বাভাবিকভাবেই পুরো রাস্তা ফাঁকা করে দেয়া হয় । আমি জানি , কারণ আমিও সে সময় মিরপুর ১৩ য় আটকা পরেছিলাম । আমার সামনেই দুই জন নিরীহ পথচারী-কে বেতের বাড়ি দেয়া হয় রাস্তা থেকে সরে যাবার জন্য ।
এখন আসল কথাটা হলো , প্রধানমন্ত্রী যদি কালো কাচের গাড়ি করে যাওয়া-আসা করেন , তাহলে কি তিনি দেশের মানুষের দুঃখ-কষ্ট বুঝতে পারবেন ? তিনি কি মানুষের ঢাকামুখী প্রবনতা বন্ধ করতে পারবেন , যেখানে তিনি ঢাকা শহরে চলাফেরা করার সময় রাস্তা ফাঁকা করে দেয়া হয় ? আমার মতে, কখনোই না । কারণ, কোনো সমস্যা সমাধানের আগে অন্যের দৃষ্টিভঙ্গি-তে সমস্যাটি প্রথমে বিবেচনা করতে হয় ।
আমি এখানে আগ বাড়িয়ে প্রধানমন্ত্রীকে তাঁর কার্যপদ্ধতি দেখাচ্ছি না , কারণ সেটি তিনিই সবচে' ভালোভাবে জানেন । আমি শুধুমাত্র একজন সাধারণ নাগরিক হিসেবে সাধারণের কথা বললাম মাত্র । আমার এই লেখা কোনো ব্যক্তি বা দল বা গোষ্ঠীর উদ্দেশ্যে বা বিরুদ্ধে লেখা নয় । সবাই ভালো থাকবেন ।