খুব যদি বৃষ্টি হয়
টিনের চালে রাত্রি দুপুর
কেউ যাবে না বন্ধ পাড়ায়,সকল আলো এবার নিভুক।
তখন আমি লুকিয়ে হয়তো, একটা কিনবা আধটা সিগারেট
অভিমানের এইতো দুপুর,নরম গালে বৃষ্টি পড়ুক
নয়তো অমন কালো চোখে সর্বনাশা অবাধ্য সুর।
খুব বেশি কি লজ্জা পাবে, অন্ধকারতো এমনই হবে
কে বলেছে দুঃখ বাড়ে এমন নিকষ অন্ধকারে?
সেই অভাগা শুনুক হাসি, তোমার আমার অন্ধকারে।
একান্ত এই বদ্ধ ঘরে।
নেই তাড়া নেই কালের স্রোতে,একটু না হয় ডুবেই থাকি
এমন কপাল থাকবে যদি, চক্ষু বুজে থেকেও ক্ষতি
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১২