আচ্ছা তোমার চোক্ষে মানুষ হওনের লাইগা আর কত পথ হাটোন লাগবো কওতো ?
ওই সাদা পায়রাটারে আর কত সাগর পাড়ি দেওনের পর তুমি প্রশান্তির বালিতে ঘুমাইতে দিবা? যেইহানে ভয়ডর থাকবো না।
আর কত যুদ্ধ আর কত বোমাবাজির পর তুমি তারে থামাইবা? হ্যায় তো নাগালের বাইরে যাইতাছে।
তুমি খালি চখু খুইলা চাও, সব ফকফকা দ্যাখতে পাইবা।
বন্ধু এই উত্তরগুলান তোমার পিরিতের বাতাসে ভাসতেছে , খালি তুমিই শুনো না।
আচ্ছা তুমি আমার কও,তোমার পিরিতের সাগরে ডুবনের লাইগা ওই পাহাড় আর কত যুগ খাড়াইয়া থাকবো?
তোমারে মুক্ত বাতাসে ভালোবাসনের লাইগা আর কত কাল বাইচা থাহোন লাগবো?
তোমারে না দেইখা বন্ধু মরবার চাইনা।
তোমার খামখেয়ালি গুলান আর কত কাল মাথা নিচু কইরা শুইনা যামু?
বন্ধু এই উত্তরগুলান তোমার পিরিতের বাতাসে ভাসতেছে , খালি তুমিই শুনো না।
একবার খালি কও খোলা আকাশ দেখনের লাইগা কি সারাজীবন তাকাইয়া থাকোন লাগবো?
লাগলে কইয়া দাও , আমি রাজি আছি।
মানুষের কান্দনো যে আর সহ্য হয়না বন্ধু, কতগুলান কান থাকলে ঐ কান্দন তুমি হুনতে পারবা?
কতগুলান লাশের পাহাড় হইলে তুমি গোর খোড়নের অনুমতি দিবা?আল্লাহর নাম হইয়া ফইজোরের কালে গোর খুড়তে যাইবা, কও আমারে।
বন্ধু এই উত্তরগু্লান তোমার পিরিতের বাতাসে ভাসতেছে , খালি তুমিই শুনো না।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২১ সকাল ৯:০৩