তোমার ভয়ের দরজায় একটা নেমপ্লেট ছিল
কখনো মানুষ কখন পশুর নামে।
দুটোই যদি মিলে মিশে যায়, তবে?
রক্তের গন্ধ যদি সমান ভাবে টানে?
অচেনা শিকারি যদি বহু ক্রোশ দুরের গন্ধ পায়,
সীমান্তের কাটাতার যদি গন্ধ আটকাতে না পারে?
কি আর হবে
তোমার নদীতে হয়তো আর ভুবে যাওয়া হবে না,
বাড়ির ছাদে আর ঘুড়ি ওড়ানো হবে না।
কড়া রোদে তোমার সাথে হাটা হবে না,
কপালের ঘাম আচলে শুকাবে না।
মনে করো তুমি আমি হাটছি,
চারপাশে বারুদের গন্ধ, চিৎকার আর ভয়ের ধোয়া।
তখন যদি ঠোটে ঠোট রাখতে না পারি , তবে আমি কেমন প্রেমিক ?
শুধু যেন তোমার আচলে রক্ত না শুকায় ।
একটা খুব ঠান্ডা ঘর, কিছু লোভী মানুষ আর অসীম ক্ষমতা।
সাধে কি আর ঠান্ডা মাথার খুনি বলে
আচ্ছা কেনইবা এতো বিপরীত হতে হবে?
একসাথে হাসা যায় না? বাচা যায় না?
কাটাতারের ওপারেও সকাল হয়, পাখি ডাকে।
আর আমার শহরে নতুন বাড়ী হয়, তাতে ছোট ছোট ঘর হয়
আলাদা স্বপ্ন , আলাদা ভয়ের নেমপ্লেট।
আর একটা পুরোনো ক্যাসেটে ,”ভালোবাসি ,ভালোবাসি।
এই সুরের কাছে দূরে………”
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২১ দুপুর ১:০৪