আজ সেই কাপে তুমি আমি একই আছি
ধুলো জমে গেছে শুধু বইয়ের মলাট,
আজ এই বিকেল কেবলই অপচয়
সময় কিনবা হৃদয় নদীর।
তুমি কি জানতে না এমনই হবার ছিলো?
পুরোনো হয়েছে সেই আবেগি নীল চুড়ি।
আজ সেই পথে দুজনেই পথ চলি
হারিয়ে গিয়েছে শুধু চেনা আঙ্গুল।
ঝড়ো বাতাসে আজ উড়েছে আচল শাড়ীর
মেলেনা রোদের দেখা, বৃষ্টির সমুদ্রুর
বলো শেষ কবে হেসেছে বিকেল তোমার
ছিলাম কি আর আমি , আছি এখন
তবে এখন শুধু বিদ্যুৎ অপচয়
দেখো না চোখ বুজে হৃদয়ের অনেক জ্বর।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩১