"একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশী শিখতে পারে।"
"বিজ্ঞানী হওয়ার অনেক মজা। তোমার বন্ধুরা সময়ের হিসাব করবে বড়জোর সেকেন্ডে, আর তুমি তা করতে পারবে সেকেন্ডের কোটি কোটি ক্ষুদ্র ভগ্নাংশে, ফেমটো সেকেন্ডে। বিজ্ঞানী হলে নিজেকে আইনস্টাইন, আইজ্যাক নিউটনের কাতারে ভাবতে পারবে। কোন জিনিসগুলো তোমাকে উদ্ভাবক ও অনুসন্ধিৎসু করে তুলতে পারে জানো? এমন তিনটি জিনিস আছে। সেগুলো হলো ভালো বই, ভালো মানুষ ও ভালো শিক্ষক। আর সেই সঙ্গে উন্মুক্ত চিন্তাধারা। ... শ্রেষ্ঠত্ব এমনি এমনি আসে না। এটি একটা কঠিন প্রক্রিয়া। নিজের লক্ষ্য ঠিক রেখে সুচিন্তিত পরিকল্পনা ও নিয়ন্ত্রিত ঝুঁকি নিয়ে শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যেতে হয়। প্রতিযোগিতাটা অন্য কারও সঙ্গে নয়, নিজের সঙ্গে।"
আবুল পাকির জয়নুল আবেদিন আবদুল কালাম ... আজ সোমবার সন্ধ্যায় মেঘালয়ের শিলংয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অচেতন হয়ে পড়ে গেলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিয়ে যাওয়া হয়। রাতে সেখানেই তিনি মারা যান।
তিনিই ভারতে প্রথম পারমানবিক বোমা বহনযোগ্য ক্ষেপণাস্ত্র নির্মাণ করেন। তিনি অগ্নি, পৃথ্বী, আকাশ, ত্রিশুল ও নাগ ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করেন যা ক্ষেপণাস্ত্র শক্তির দিক থেকে ভারতকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করে।
তারচেয়েও বড় কথা তিনি এমন একজন মানুষ যিনি অনুপ্রেরণা হয়ে থাকবেন বহুজনের কাছে বহু যুগ ধরে।
"আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না, আমরা ব্যর্থতার উপরেও গড়ি।"
স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখ,বরং সেটাই স্বপ্ন যা তোমাকে ঘুমাতে দেয় না।
এ.পি.জে.আবুল কালাম.
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৩