আবার কখনো যদি... হোক দেরি, বহু দেরি তবু
আবার জাগিয়া যদি উঠি
ঢের যুগ পরে... তারও পরে তবুও জাগিয়া যদি উঠি
যদি ফুটি ফের!
ফের যদি ছুটি!
কৌতূহলে, যুক্তিহীন সাবেক আবেগে
একটি কবিতা শুধু, বেশি নয় একটি চরণ শুধু লিখি
এইসব প্রেম-বিয়ে, সব শারীরিকি
গুজব রটনা
সকল ছাড়িয়ে জেনে যাব,
আকাশের ওধারেই অনিবার্য আকাশ রয়েছে
তারপর মরে যদি যাই
জেনে যাব, কাদম্বিনী আজো মরে নাই!