ছবিঃ কাজী ফাতেমা ছবির পোষ্ট থেকে।
এই শুন-
কাজী ফাতেমা ছবি,
ফুরিয়ে যাওয়া জীবনজুড়ে-
তোমার এত ইচ্ছে কেন লুটোপুটি করে!!!
ভাল লাগে না আর-
ঝুটঝামেলার জীবনে তুমি ইচ্ছেদের দাও ছুটি এবার।
টোপা পানার মত জলে ভেসে
মাথায় পড়তে চাও বৃষ্টির টোপর;
হ্যাঁ, পড়- কিন্তু একা কেন!!!
আমি তোমাকে এতটাই ভালবাসি-
মাঝে মাঝে তুমি হীনা নিজেকে অর্থহীন লাগে।
আর সেই আমি কে তোমার সাথে নিতে চাও না!!!
এই শরীরের ভিতর মন নামক একটা কিছু বসবাস করে-
সেই মনে প্রচন্ড ব্যাথা অনুভব হল।
আমি প্রতিদিনই তোমার খেয়ালে কাটায়
আজ কাল করে অপেক্ষায় থাকি তোমার
শত ব্যবস্ততার মাঝে হয়তো কখনো ফিরে দেখবে আমায়
কিন্তু-
আমার অপেক্ষার অবশান হয় না
অবসাদ আর ক্লান্তি আমাকে চেপে ধরে-
এক সময় দিন ফুরিয়ে রাত হয়;
তোমাকে স্বপ্নে নিয়ে-বালিশে মাথা গুজিঁ আরেকটা দিনের অপেক্ষায়।
তুমি তো ভোরের শিউলীর ঘ্রাণ নিতে চাও নাকে,
কিন্তু আমি শিশির ভেজা সকালে
তোমার খোপায় চালতা ফুল গুজা দেখতে চাই।
একটা বকুল ফুলের মালা হাতে ব্রেস্লেটের মত রেখে দিবে।
শিশির ভেজা দূর্বা ঘাসে পা রেখে
আমার হাতে হাত রেখে সামনের দিকে পদ চিহ্ন একে যাবে।
আমি শুধু মুগ্ধতা মাখা চোখে তোমার চোখের দিকে চেয়ে থাকব-অপলক।
(৩০-০৮-২০২২)
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২৩ রাত ৮:০১