হয়ত তুমি স্বপ্ন দেখ আকাশটাকে ছোঁয়ার
আমার স্বপ্ন বড়জোর ঐ ক্লান্ত মেঘের দুয়ার,
তোমার কাছে ভালবাসা স্বপ্নলোকের আল্পনা
আমার কাছে ভালবাসা কষ্টলোকের কল্পনা।
তোমার কাছে জীবন মানে অন্তহীন সীমানা
আমার কাছে জীবন মানে বাস্তবতার ঠিকানা,
তোমার কাছে বৃষ্টি মানে মাতাল শ্রাবন হাওয়া
আমার কাছে বৃষ্টি মানে স্বপ্ন ধুয়ে যাওয়া।
আমার ছিল ভালবাসার সূর্য দীঘল বাড়ী
দিয়েছিলে স্বপ্নডানায় তাজমহলও পাড়ী,
চেয়েছিলে বন্ধু তুমি অথৈ ঢেউয়ের মাঝি
আমার ছিল দেবার মত ছোট্ব ভাঙা তরী।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪