
কষ্টগুলো থাক আমারই, সুখগুলো সব তোর
দুঃখগুলো আমায় দিলে রাত করে দেব ভোর
আকাশ যদি আমার হতো তুই যে হতিস চাঁদ
জ্বলতো তারা মিটিমিটি শেষ হতো না রাত।
তুই যে আমার মন আকাশে শেষ বিকেলের আশা
চাইছি বন্ধু তোরই কাছে একটু ভালোবাসা।
তোর চোখেতে স্বপ্ন দেখি, তোর হাসিতেই সুখ
তোরই মাঝে খুঁজে ফিরি আপন প্রিয় মুখ
তোকে ছেড়ে যেদিন যাবো দূর আকাশের মাঝে
সেদিনও কি আমার স্মৃতি রাখবি মনে ধরে?