২০০৭ এর শুরুর দিকে আমেরিকা থেকে নতুন একটি বই বের করা হয়েছে ”দি ট্রু ফুরকান”। এটাকে তারা নতুন কুরান হিসাবে তাদের সৈন্যদের মাধ্যমে ইরাক ও কুয়েতের সাধারন মুসলিমদের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা করছে। এমনকি কুয়েতের বেসরকারী ইংলিশ মিডিয়াম স্কুল গুলোতেও। ভারত সরকার বইটি নিষিদ্ধ ঘোষনা করলেও মুসলিম অধুষ্যুত বাংলাদেশ সরকার এ বিষয়ে কোন সিদ্ধান্ত নিয়েছে কিনা জানি না।
এই একই বই The 21st Century Quran নামেও ছাপা হচ্ছে। ৩ ডলারের বিনিময়ে বিতরন করা হচ্ছে এই বই গুলো। বইটি আমেরিকার দুটি পাব্লিশার্স ”ওমেগা ২০০১” এবং ”উইন প্রেস থেকে প্রকাশিত হচ্ছে।
৩৬৬ পৃষ্ঠার এই বইটিতে ৭৭টি সূরা আছে। আল-ফাতিহা, আল জানা, আল ইনজিল ইত্যাদি সূরা বিসমিল্লাহ এর পরিবর্তে শুরু হয়েছে ফাদারের নামে (নাওযুবিল্লাহ)। এখানে বিয়ে ছাড়ায় মিউচুয়াল যৌন সম্পর্ককে সমর্থন দেওয়া হয়েছে এবং তালাক নিষিদ্ধ করা হয়েছে। জিহাদকে হারাম হিসেবে বর্ননা করা হয়েছে এই বইতে।
ইসলামের শত্রুরা সংঘবদ্ধভাবে ষড়যন্ত্র করে আমাদেরকে বিভক্ত করে ফেলছে বিভিন্ন ধারনায় বিভিন্ন বিশ্বাসে। আর আমরা সচেতন না হয়ে নিজেরা নিজেরা মারামারি খুনাখুনি করছি। খুবই দুঃখজনক।
একজন মুসলিম হিসাবে অন্য একজন মুসলিকে এবিষয়ে সচেতন করা কর্তব্য।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩২